Advertisement

Train Cancelled: ভাইফোঁটার পরদিনই শিয়ালদা-ডানকুনি থেকে বাতিল একাধিক ট্রেন

ভাইফোঁটার পরপরই বন্ধ ট্রেন। তার জেরে সমস্যায় পড়তে পারেন নিত্যযাত্রীরা। হাওড়া-বর্ধমান কর্ড লাইনে রক্ষণাবেক্ষণের কাজের কারণে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকবে। সেই সঙ্গে এসপ্ল্যানেড মেট্রোর কাজের জন্য মাঝেরহাট স্টেশন দিয়েও ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

Mumbai local train delayed due to technical snagMumbai local train delayed due to technical snag
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Nov 2023,
  • अपडेटेड 6:25 PM IST
  • ভাইফোঁটার পরপরই বন্ধ ট্রেন। তার জেরে সমস্যায় পড়তে পারেন নিত্যযাত্রীরা।
  • হাওড়া-বর্ধমান কর্ড লাইনে রক্ষণাবেক্ষণের কাজের কারণে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকবে।
  • সেই সঙ্গে এসপ্ল্যানেড মেট্রোর কাজের জন্য মাঝেরহাট স্টেশন দিয়েও ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

ভাইফোঁটার পরপরই বন্ধ ট্রেন। তার জেরে সমস্যায় পড়তে পারেন নিত্যযাত্রীরা। হাওড়া-বর্ধমান কর্ড লাইনে রক্ষণাবেক্ষণের কাজের কারণে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকবে। সেই সঙ্গে এসপ্ল্যানেড মেট্রোর কাজের জন্য মাঝেরহাট স্টেশন দিয়েও ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

হাওড়া-বর্ধমান কর্ড লাইনে আপ-এর লাইন রক্ষণাবেক্ষণের কাজ হবে। সেই কারণই আগামী ১৬ এবং ১৭ নভেম্বর, ২০২৩-এ টানা ১০৫ মিনিটের জন্য এই লাইনে কোনও ট্রেন চলাচল করবে না। ফলে, নিম্নলিখিত EMU ট্রেনগুলি বাতিল করা হয়েছে:

১৬.১১.২০২৩ এবং ১৭.১১.২০২৩-এ কোন কোন ট্রেন বাতিল?
শিয়ালদহ থেকে:
৩২২২৯, ৩২২৩১
ডানকুনি থেকে: ৩২২৩০, ৩২২৩২

এর পাশাপাশি ১৬ নভেম্বর রাতে মাঝেরহাট স্টেশনেও ট্রেন চলাচল বিঘ্নিত হবে। মাঝেরহাট স্টেশনে আপ এবং ডাউন উভয় লাইনেই  ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক করা হবে। রাত সাড়ে ১২টা থেকে সাড়ে ৪টে পর্যন্ত টানা ৪ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকবে।

এসপ্ল্যানেড মেট্রো রেলওয়ে প্রকল্পের কাজের জন্যই মাঝেরহাট স্টেশনের এই আপ ও ডাউন লাইন বন্ধ থাকবে। এর ফলে ৩৪১১১ নম্বর, শিয়ালদহ- বজবজ - শিয়ালদহ EMU লোকাল ১৭.১১.২০২৩ (শুক্রবার) বাতিল করা হয়েছে।

TAGS:
Read more!
Advertisement
Advertisement