Advertisement

Shantanu Banerjee: শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কার নির্মাণ সংস্থায় ৪০ লাখ বিনিয়োগ 'কালীঘাটের কাকু'র, কেন? 

নিয়োগকাণ্ডে জেলবন্দি তৃণমূলের যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কার নির্মাণ সংস্থায় বিপুল বিনিয়োগ করেছিলেন কালীঘাটের কাকু! এমনই তথ্য প্রকাশ্যে এসেছে ওই সংস্থার ব্যালান্স শিট থেকে। দেখা যাচ্ছে, ৪০ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন কাকু।

ফাইল ছবি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Mar 2023,
  • अपडेटेड 8:27 AM IST
  • নিয়োগকাণ্ডে জেলবন্দি তৃণমূলের যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কার নির্মাণ সংস্থায় বিপুল বিনিয়োগ করেছিলেন কালীঘাটের কাকু!
  • এমনই তথ্য প্রকাশ্যে এসেছে ওই সংস্থার ব্যালান্স শিট থেকে। দেখা যাচ্ছে, ৪০ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন কাকু। 

নিয়োগকাণ্ডে জেলবন্দি তৃণমূলের যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কার নির্মাণ সংস্থায় বিপুল বিনিয়োগ করেছিলেন কালীঘাটের কাকু! এমনই তথ্য প্রকাশ্যে এসেছে ওই সংস্থার ব্যালান্স শিট থেকে। দেখা যাচ্ছে, ৪০ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন কাকু। 

হুগলির চন্দননগরের সত্যপীর তলায় বহুতল নির্মাণ করছে একটি নির্মাণ সংস্থা। জানা গেছে, সেই সংস্থার অন্যতম অংশীদার শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়। ওই নির্মাণ সংস্থার ব্যালান্স শিটে দেখা যাচ্ছে ‘কালীঘাটের কাকু’ নামে পরিচিত সুজয়কৃষ্ণ ভদ্র ৪০ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন। ব্যালান্স শিটে দেখা যাচ্ছে শান্তনুকে ১০ লক্ষ এবং প্রিয়াঙ্কার ছেলের নামে থাকা সংস্থা ইভান কনট্রেডকে ২০ লক্ষ করে দু’বারে ৪০ লক্ষ টাকা ঋণ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন-'চিরকুটে চাকরি পেয়েছিলেন সুজনের স্ত্রী', অভিযোগ TMC-র; জবাব CPM নেতার

নিয়োগ কেলেঙ্কারিতে গ্রেফতার হয়েছেন শান্তনু। ইডি এখনও পর্যন্ত শান্তনুর বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে। এমনকী তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়ের নামেও একাধিক সম্পত্তি ও কোম্পানির অংশীদারিত্বের খোঁজ পেয়েছেন গোয়েন্দারা। 

প্রশ্ন উঠছে প্রিয়াঙ্কার কোম্পানিতে কেন টাকা ঢেলেছিকেন সুজয়?  সংস্থার অন্য এক অংশীদার ইন্দ্রনীল চৌধুরী জানান, ‘একটি দোকান নেবেন বলে অগ্রিম দিয়েছিলেন সুজয় ভদ্র।’ যদিও সুজয় আগেই দাবি করেছিলেন, কুন্তল ঘোষকে তিনি চেনেন না। তবে শান্তনুকে চেনেন। এই নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রশ্নের মুখেও পড়তে হয়েছে তাঁকে। সুজয়ের সঙ্গে শান্তনু বা অন্য কারওর কী পরিমাণ আর্থিক লেনদেন হয়েছে তাও জানতে চেয়েছিল ইডি। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement