Advertisement

Arijit Singh: জঙ্গিপুরে হাসপাতাল গড়তে চান অরিজিত্‍, মমতা বললেন, 'যা সাহায্য লাগে, দেব'

গায়ক অরিজিৎ সিংকে নিয়ে বড় খবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সাগরদিঘিতে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী জানান, অরিজিৎ জঙ্গিপুরে একটা মেডিক্যাল কলেজ তৈরি করতে চান।

জঙ্গিপুরে মেডিক্যাল কলেজ গড়বেন অরিজিৎ সিং, সব সাহায্যের আশ্বাস মমতার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Jan 2023,
  • अपडेटेड 1:35 PM IST
  • মুখ্যমন্ত্রী জানান, অরিজিৎ জঙ্গিপুরে একটা মেডিক্যাল কলেজ তৈরি করতে চান
  • আজ সাগরদিঘিতে প্রশাসনিক সভা করেন মমতা

গায়ক অরিজিৎ সিংকে নিয়ে বড় খবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সাগরদিঘিতে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী জানান, অরিজিৎ জঙ্গিপুরে একটা মেডিক্যাল কলেজ তৈরি করতে চান। অরিজিৎকে এই বিষয়ে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মমতা বলেন, 'জঙ্গিপুরে হাসপাতাল আছে। কিন্তু, মুর্শিদাবাদ জেলার ছেলে অরিজিৎ। ও খুব ভাল গান করেন। আজকে সারা বিশ্বের গর্ব। অরিজিৎ আমাকে বলেছে, দিদি আমি একটি জঙ্গিপুরে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল গড়তে চাই। আমি তাঁকে মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলছি। তুমি কর, যা যা সাহায্য লাগবে। জঙ্গিপুরেও তুমি যদি করতে চাও আমরা সব সাহায্য দেব। তুমি এগিয়ে এসো। ও একটা মা মাটি মানুষের লোক। মানে মাটিতে চলার লোক। দেখবেন ওর কোনও অহঙ্কার নেই। ওর নিজের গুণই ওর সবচেয়ে বড় অহঙ্কার, ওর অলঙ্কার। কাজেই এই ধরনের যে কাজ হবে আমরা করব।'

আরও পড়ুন: Mamata Banerjee: 'যেখানে বিরোধী দলের সরকার, সেখানেই ভাতে মারার চেষ্টা,' BJP-কে নিশানা মমতার

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement