Advertisement

Skeleton in Chinsurah: ডাস্টবিনে মাথার খুলি-কঙ্কাল, সাতসকালে চুঁচুড়ায় ভয়াবহ ঘটনা

ডাস্টবিনে বিভিন্ন নোংরা-আবর্জনা পড়ে থাকে। এটাই স্বাভাবিক। রোজকার সেই ডাস্টবিন সাফও করা হয়। তবে সকাল সকাল ডাস্টবিন পরিষ্কার করতে গিয়ে রীতিমতো চক্ষু চড়কগাছ। প্লাস্টিক সরাতেই বেরোল মাথার খুলি। তার পাশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাড়-গোড়। এ তো কঙ্কাল!

কঙ্কাল উদ্ধার।কঙ্কাল উদ্ধার।
Aajtak Bangla
  • চুঁচুড়া,
  • 17 Jul 2025,
  • अपडेटेड 10:43 AM IST
  • ডাস্টবিন পরিষ্কার করতে গিয়ে রীতিমতো চক্ষু চড়কগাছ।
  • প্লাস্টিক সরাতেই বেরোল মাথার খুলি।
  • র পাশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাড়-গোড়।

ডাস্টবিনে বিভিন্ন নোংরা-আবর্জনা পড়ে থাকে। এটাই স্বাভাবিক। রোজকার সেই ডাস্টবিন সাফও করা হয়। তবে সকাল সকাল ডাস্টবিন পরিষ্কার করতে গিয়ে রীতিমতো চক্ষু চড়কগাছ। প্লাস্টিক সরাতেই বেরোল মাথার খুলি। তার পাশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাড়-গোড়। এ তো কঙ্কাল!

এমন কাণ্ডেই শোরগোল পড়ে গিয়েছে হুগলির চুঁচুড়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের দাসপাড়ায়।আজ সকালে পুরসভার সাফাই কর্মীরা ডাস্টবিন পরিষ্কার করতে গিয়ে দেখেন,  প্লাস্টিক মোড়ানো খুলি, হাড়গোড় পড়ে রয়েছে।খবর দেওয়া হয় পুলিশে।

কঙ্কাল দেখতে ভিড় জমান স্থানীয়দের একাংশ। পরে ঘটনাস্থলে গিয়ে কঙ্কাল উদ্ধার করে চুঁচুড়া থানার পুলিশ। কে বা কারা এই কঙ্কাল ফেলে গেলেন, তা স্পষ্ট নয়। এলাকায় সিসিটিভি নেই। কঙ্কাল রহস্য ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। 

স্থানীয়রা জানান, এলাকায় কেউ মারা গিয়েছেন,এমন খবর নেই।ওয়ার্ডের বাইরে থেকে কেউ ফেলে গেলেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।চিকিৎসা বিজ্ঞানের পড়াশোনার জন্য কঙ্কাল প্রয়োজন হয়।উদ্ধার হওয়া কঙ্কাল যেহেতু পুরনো তাই এই কঙ্কাল সেই রকম কোনও কাজে ব্যবহার করার জন্য আনা হয়েছিল কিনা তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। কঙ্কালের ফরেন্সিক পরীক্ষা করা হবে।

এই প্রথম নয়, এর আগেও হুগলিতে কঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। গত মার্চ মাসে দাদপুরের যুবকের কঙ্কাল উদ্ধার করা হয়েছিল বলে খবর ছড়ায়। সেবার মাঠের মধ্যে থেকে কঙ্কাল উদ্ধার করা হয়েছিল। দোলের পরের দিন থেকে নিখোঁজ ছিলেন এক যুবকষ হারিট গ্রাম পঞ্চায়েতের বাদিনান গ্রামের ধান জমি থেকে তাঁর কঙ্কাল উদ্ধার করা হয়। 

সেই ঘটনার পর এবার চুঁচুড়া পুর এলাকায় কঙ্কাল উদ্ধার ঘিরে ফের রহস্য দানা বেঁধেছে। কঙ্কালটি কার, কে কোন উদ্দেশ্যে ফেলে গেলেন, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কঙ্কাল উদ্ধারের ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement