Advertisement

Spicejet : অন্ডালগামী বিমানে মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা, ফের স্পাইস জেট

Spicejet : এবার স্পাইসজেটের আরেকটি বিমানেও যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। সেটি আপাতত চেন্নাই ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, বিমানটির ইঞ্জিনে বেশ কিছু সমস্যা দেখা গিয়েছিল। ফলে সেটিকে আর অবতরণ করতে দেওয়া হয়নি। আপাতত চেন্নাই ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অতিরিক্ত সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে। 

স্পাইসজেট। প্রতীকী ছবিস্পাইসজেট। প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 04 May 2022,
  • अपडेटेड 1:32 PM IST
  • অন্ডালগামী বিমানে মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা
  • ফের স্পাইস জেট
  • জানুন বিস্তারিত তথ্য

Spicejet : ফের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ল অন্ডালগামী একটি বিমান। রবিবার প্রবল ঝড়বৃষ্টির মধ্যে পড়েছিল স্পাইসজেটের একটি বিমান। জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। বেশ কয়েকজন যাত্রী আহত হন। এবার স্পাইসজেটের আরেকটি বিমানেও যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। সেটি আপাতত চেন্নাই ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, বিমানটির ইঞ্জিনে বেশ কিছু সমস্যা দেখা গিয়েছিল। ফলে সেটিকে আর অবতরণ করতে দেওয়া হয়নি। আপাতত চেন্নাই ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অতিরিক্ত সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে। 

রবিবারে গোলযোগের মধ্যে পড়ে বিমান

প্রসঙ্গত, গত রবিবার মুম্বই থেকে রওনা দেওয়ার পর মাঝ আকাশে ঝড়ের কবলে পড়ে যাত্রীবোঝাই স্পাইসজেটের বিমান। অবস্থা এতই গুরুতর হয় যে অন্ডালে জরুরি অবতরণ করতে হয়। এতে ৪০ জনের মত যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। জানা যাচ্ছে স্পাইসজেটের  ওই বিমানটি মুম্বই থেকে দুর্গাপুরে আসছিল।  মাঝ আকাশে ঝড়ের কবলে পড়ে বিমানটি। সেই সময় ওই বিমানটি অন্ডাল বিমানবন্দরের বেশ কাছেই ছিল। আচমকা ঝড়ের কবলে পড়ায় তীব্র ঝাঁকুনি তৈরি হয়।

আরও পড়ুন

ঝড় ও বৃষ্টির জন্য অন্ডাল বিমানবন্দরের রানওয়েতে সঠিক ভাবে অবতরণ করতে  যাত্রীবোঝাই বিমানের অন্তত ৪০ জন যাত্রী আহত হন। এদের মধ্যে ১০ জন যাত্রীর আঘাত গুরুতর। এঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে রানিগঞ্জের হাসপাতালে চিকিৎসার জন্য স্থানাস্তর করা হয়েছে। বিমানটিতে ১৮০ জন যাত্রী ছিল। জানা যাচ্ছে  বেশিরভাগ  আহত সিটবেল্ট বাঁধা অবস্থায় ছিলেন না। আহতদের সকলেকেই প্রথমে অন্ডাল মোড়ের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়।এদিকে এদিন দুর্গাপুর অন্ডাল জুড়ে ব্যাপক ঝড় বৃষ্টি চলে। তার ফলেই নির্দিষ্ট সময় থেকে একটু দেরিতেই অন্ডাল বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।

বিবৃতি জারি স্পাইসজেটের

এই দুর্ঘটনার বিষয়ে স্পাইসজেটও একটি বিবৃতি জারি করেছে। স্পাইসজেটের মুখপাত্র জানিয়েছেন যে ফ্লাইট নম্বর SG-945 মুম্বই থেকে দুর্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। ঝড়ের কবলে পড়ে ফ্লাইটটি আটকে যায়, এতে কয়েকজন যাত্রী আহত হন। স্পাইসজেটের একজন মুখপাত্র বলেছেন যে ফ্লাইটটি দুর্গাপুরে পৌঁছানোর সঙ্গেসঙ্গেই তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছিল। দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে স্পাইসজেট এক্সপ্রেস বলেছে যে আমরা আহতদের সম্ভাব্য সব ধরনের চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement