Advertisement

SSC Exam 2025: রবিবার SSC পরীক্ষা, ট্রেন, মেট্রো ও ফেরি সার্ভিসের টাইম টেবিল জানুন

রবিবার এসএসসি পরীক্ষা। রবিবার সাধারণ ভাবে ট্রেন, বাস, মেট্রো বেশ কম থাকে। তবে এবারে এসএসসি পরীক্ষার জন্য বাড়তি ব্যবস্থা করা হয়েছে। বাস, ফেরি সার্ভিস তো বটেই, লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবাও স্বাভাবিক রাখার কথা ঘোষণা করা হয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা সাড়ে পাঁচ লক্ষেরও বেশি।

মেট্রোমেট্রো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Sep 2025,
  • अपडेटेड 1:06 PM IST

রবিবার এসএসসি পরীক্ষা। রবিবার সাধারণ ভাবে ট্রেন, বাস, মেট্রো বেশ কম থাকে। তবে এবারে এসএসসি পরীক্ষার জন্য বাড়তি ব্যবস্থা করা হয়েছে। বাস, ফেরি সার্ভিস তো বটেই, লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবাও স্বাভাবিক রাখার কথা ঘোষণা করা হয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা সাড়ে পাঁচ লক্ষেরও বেশি। 

বাস চলবে প্রায় সাধারণ দিনের মতোই
রাজ্যের পরিবহন দফতরের সূত্রে জানিয়ে দেওয়া হয়েছে, অন্য রবিবারের মতো নয়, প্রতিটি ডিপোকে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি রুটে পরীক্ষা শুরুর আগে এবং পরীক্ষা শেষের পর গড়ে ২০ মিনিট থেকে ৩০ মিনিট অন্তর অন্ততঃ একটি করে বাস চালাতে হবে। রেল স্টেশনের সংযোগকারী রুটে বাসের সংখ্যা বাড়াতে বলা হয়েছে। তবে শুধু সরকারি বাস নয়, বেসরকারি বাস মালিকদেরও বেশিবাস রাস্তায় রাখার আবেদন জানানো হয়েছে। 

মেট্রো কখন থেকে পাওয়া যাবে?
সকাল সাতটা থেকে শুরু হয়ে যাবে মেট্রোর পরিষেবা। ব্লু লাইনে ট্রাফিক ব্লক রয়েছে মহানায়ক উত্তম কুমার স্টেশনে। রবিবার সেই ব্লক তুলে দেওয়া হবে। মোট ১৩০টি মেট্রো চলবে এই লাইনে। আট মিনিট অন্তর চলবে এই পরিষেবা। অন্যদিকে গ্রিন লাইনে (হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ) রবিবার মেট্রো বন্ধ থাকলেও, কাল তা চলবে তাও ১৫ মিনিট অন্তর। শুধু তাই নয়, মোট ১০৪টি মেট্রো চালানো হবে। 

লোকাল ট্রেনও স্বাভাবিক থাকবে
লোকাল ট্রেনে পরিষেবাও স্বাভাবিক থাকবে। রবিবার সাধারণভাবে বেশকিছু ট্রেন চলে না। তবে কাল সে সমস্ত ট্রেনও চলবে। ফলে ট্রেন পেতে সমস্যা হবে না পরীক্ষার্থীদের। এমনটাই দাবি করা হয়েছে রেলের পক্ষ থেকে।

ফেরি সার্ভিস কখন শুরু হবে?
হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, তার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার ফেরি সার্ভিস অন্যান্য সাধারণ কাজের দিনের মতো পরিষেবা দেবে। প্রয়োজনে ফেরি চলাচলের সময়ের ব্যবধান কমানো হবে।

ফলে সব মিলিয়ে বলে দেওয়া যায়, সাড়ে পাঁচ লক্ষেরও বেশি পরীক্ষার্থীর যাতে সমস্যা না হয়, সেদিকে নজর রাখা হচ্ছে। তবে এখনও কোনও হেল্পলাইন নম্বর শেয়ার করা হয়নি। নয় বছর পর এসএসসি পরীক্ষা হচ্ছে তাও আবার সুপ্রীম কোর্টের নির্দেশ মেনে। এখন দেখার 'যোগ্য' শিক্ষকরা এই পরীক্ষায় বসেন কিনা। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement