Advertisement

Sunderban Tiger Reserve: বাড়ছে সুন্দরবন, দঃ পরগনার ৩ রেঞ্জে এবার অবাধে ঘুরবে বাঘ

সুন্দরবন টাইগার রিজার্ভ (STR) আরও বড় হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগের তিনটি বন রেঞ্জের সবকটিই বাঘের আবাসস্থল। যেগুলিকে এসটিআর-এর অংশ করা হবে। বন দফতর সূত্রে একথা জানা গেছে। বাঘের অভয়ারণ্য হিসেবে সুন্দরবন আরও বিস্তৃত হবে। ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি (এনটিসিএ) থেকে একটি আনুষ্ঠানিক ছাড়পত্রও মিলেছে বলে সূত্রের খবর।

সুন্দরবন। ফাইল ছবি।সুন্দরবন। ফাইল ছবি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Apr 2023,
  • अपडेटेड 11:08 AM IST
  • সুন্দরবন টাইগার রিজার্ভ (STR) আরও বড় হচ্ছে।
  • দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগের তিনটি বন রেঞ্জের সবকটিই বাঘের আবাসস্থল। যেগুলিকে এসটিআর-এর অংশ করা হবে।

সুন্দরবন টাইগার রিজার্ভ (STR) আরও বড় হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগের তিনটি বন রেঞ্জের সবকটিই বাঘের আবাসস্থল। যেগুলিকে এসটিআর-এর অংশ করা হবে। বন দফতর সূত্রে একথা জানা গেছে। বাঘের অভয়ারণ্য হিসেবে সুন্দরবন আরও বিস্তৃত হবে। ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি (এনটিসিএ) থেকে একটি আনুষ্ঠানিক ছাড়পত্রও মিলেছে বলে সূত্রের খবর।

সুন্দরবন ১০,০০০ বর্গকিমি জুড়ে বিস্তৃত। যার মধ্যে ৪,০০০ বর্গকিলোমিটারের একটু বেশি রয়েছে ভারতে। বাকিটা বাংলাদেশে। ভারতীয় সুন্দরবন টাইগার রিজার্ভ এবং দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগের মধ্যে বিভক্ত। সুন্দরবন টাইগার রিজার্ভ, প্রথম নটি বাঘ সংরক্ষণের মধ্যে একটি যা ১৯৭৩ সালে প্রজেক্ট টাইগার চালু করার পর শুরু হয়েছিল। এখন ২,৫০০ বর্গকিলোমিটারেরও বেশি জুড়ে রয়েছে এই ম্যানগ্রোভের জঙ্গল। এটি সুন্দরবন জাতীয় উদ্যান (পূর্ব এবং পশ্চিম) কেন্দ্রিক এলাকা হিসাবে চিহ্নিত, এবং সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য এবং বসিরহাট রেঞ্জ, যা বাফার জোনে তৈরি।

আরও পড়ুন

 

দক্ষিণ ২৪ পরগনা বিভাগের বাঘের আবাসস্থলের মধ্যে মাতলা, রায়দিঘি এবং রামগঙ্গা রেঞ্জ রয়েছে, যার পরিমাপ প্রায় ১,১০০ বর্গ কিমি। অন্য তিনটি রেঞ্জ - ডায়মন্ড হারবার, নামখানা এবং কুলতলিতে বাঘ নেই বলে বন দফতরের আধিকারিকরা  জানিয়েছেন। 

সুন্দরবন অভয়ারণ্যে এসটিআর-এর বাফার জোনে মাতলা, রায়দিঘি এবং রামগঙ্গার তিনটি বাঘের রেঞ্জ অন্তর্ভুক্ত হবে। এসটিআর এখন ৩,৫০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে থাকবে। সর্বশেষ জাতীয় বাঘ শুমারির একটি সারসংক্ষেপ প্রতিবেদনে বলা হয়েছে যে, সুন্দরবনে অন্তত ১০০টি বাঘের ছবি তোলা হয়েছে। বন কর্মকর্তাদের অনুমান ম্যানগ্রোভ ব-দ্বীপের এক তৃতীয়াংশ বাঘ এসটিআর-এর সংরক্ষিত এলাকার বাইরে থাকে। দফতরের অনুমান, দক্ষিণ ২৪ পরগনা বিভাগেই প্রায় ৩০টি বাঘ রয়েছে।

তবে দক্ষিণ চব্বিশ পরগনা বিভাগের বনাঞ্চলে মানুষের হস্তক্ষেপ এসটিআরের বনাঞ্চলের চেয়ে বেশি। শুধুমাত্র একটি ব্লক, গোসাবা, এসটিআর-এর প্রান্তে অবস্থিত। বাকি ২১টি ব্লক দক্ষিণ ২৪ পরগনা বিভাগের বনের কাছাকাছি।

Advertisement

Read more!
Advertisement
Advertisement