Advertisement

Birbhum : বীরভূমে প্রথম টেস্ট টিউব বেবি, পরপর ৪ বার গর্ভপাত হয়েছিল

পরপর ৪ বার গর্ভপাত হয়েছিল। সন্তান সুখ থেকে বঞ্চিত ছিলেন পূর্ব বর্ধমানের শেহড়াবাজার এলাকার বাসিন্দা মিঠু রায়। হাসি ফুটল তাঁর মুখে। দেখলেন সন্তানের মুখ।

সন্তানের সঙ্গে মা সন্তানের সঙ্গে মা
Aajtak Bangla
  • বোলপুর ,
  • 26 Jul 2022,
  • अपडेटेड 2:58 PM IST
  • পরপর ৪ বার গর্ভপাত হয়েছিল
  • সন্তান সুখ থেকে বঞ্চিত ছিলেন পূর্ব বর্ধমানের শেহড়াবাজার এলাকার বাসিন্দা মিঠু রায়
  • হাসি ফুটল তাঁর মুখে

পরপর ৪ বার গর্ভপাত হয়েছিল। সন্তান সুখ থেকে বঞ্চিত ছিলেন পূর্ব বর্ধমানের শেহড়াবাজার এলাকার বাসিন্দা মিঠু রায়। হাসি ফুটল তাঁর মুখে। দেখলেন সন্তানের মুখ। 

বীরভূমের সিউড়ির এক বেসরকারি নার্সিংহোমে শুক্রবার টেস্ট টিউবের মাধ্যমে জন্ম হয় এক শিশুকন্যার। বীরভূমে এই প্রথম কোনও টেস্ট টিউব বেবির জন্ম হল। ফলে খুশি হাসপাতাল কর্তৃপক্ষও। এর আগে ওই মহিলার ৪ বার গর্ভপাত হয়। 

চিকিৎসক দেবাশিস দেবাংশীর তত্ত্বাবধানে এই শিশুর জন্ম হয়। দেবাশিসবাবু জানান, ২০১৪ সালে কন্যা সন্তানের জন্ম দেন মিঠুদেবী। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সেই শিশু মারা যায়। তারপর থেকে সামন্ত দম্পতির দেশের বিভিন্ন জায়গায় যান চিকিৎসার জন্য। তবে কাজের কাজ কিছুই হয়নি। 

আরও পড়ুন

এরপর ওই দম্পতি খবর পেয়ে আসেন দেবাশিস দেবাংশীর কাছে। তিনিই ওই দম্পতিকে IVF-এর মাধ্যমে টেস্ট টিউব বেবি সন্তান নেওয়ার পরামর্শ দেন। তাতে রাজি হন ওই দম্পতি। তারপর শুরু হয় চিকিৎসা। 

দেবাশিস দেবাংশী আরও জানান, ওই মহিলার যোনীর পথ বন্ধ হয়ে গিয়েছিল। তিনি অনেক জায়গাতে গিয়েছিলেন। চিকিৎসা করেছিলেন। তবে ফল পাননি। আমিই তাঁদের টেস্ট টিউব বেবির পরামর্শ দিই। আর তা সম্পন্ন হয়। 

ডাক্তারবাবু আরও জানান, টেস্ট টিউব বেবিটি আর পাঁচজন সুস্থ শিশুর মতোই জন্মগ্রহণ করেছে। তার ওজনও ঠিক আছে। 

 

Read more!
Advertisement
Advertisement