পরীক্ষা (TET) দোরগোড়ায়, কিন্তু এরইমধ্যে আরও ৭টি পরীক্ষাকেন্দ্র (Exam Venue Rectification) বদল করল পশ্চিমবঙ্গ রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ! বৃহস্পতিবারের পর ফের শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষাকেন্দ্র বদল করার কথা জানিয়েছে পর্ষদ। বৃহস্পতিবারও একটি বিজ্ঞপ্তি জারি করে ৪৩টি পরীক্ষাকেন্দ্র বদলের কথা জানিয়েছিল পর্ষদ। সবমিলিয়ে ৫০টি পরীক্ষাকেন্দ্র বদল হল ঠিক পরীক্ষার দোরগোড়ায়।
এদিন নতুন করে পরীক্ষাকেন্দ্র বদল হয়েছে কোচবিহার, দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ার দুটি পরীক্ষাকেন্দ্রের। পর্ষদের তরফে জানানো হয়েছে ঠিকানা সংক্রান্ত কিছু বিভ্রাটের কারণেই এই পদক্ষেপ। এর ফলে পরীক্ষার্থীদের একাংশকে নতুন করে পর্ষদের ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হতে পারে।
আগামী ১১ ডিসেম্বর রবিবার প্রাথমিকে নিয়োগের টেট। তার আগে বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে দু দফায় মোট ৫০টি পরীক্ষাকেন্দ্র বদলের কথা জানানো হয়েছে। আগের বিজ্ঞপ্তিতে বীরভূম, কোচবিহার, হুগলি, দার্জিলিং, মালদা, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে এই পরীক্ষাকেন্দ্র বদলের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: রবিবার TET পরীক্ষা, অতিরিক্ত মেট্রোর ব্যবস্থা, মিলবে ৭ মিনিট অন্তর
টেট নিয়ে এ বার গোড়া থেকেই বাড়তি সতর্ক প্রাথমিক শিক্ষা পর্ষদ। টেট পরীক্ষার্থীদের বায়োমেট্রিক পরীক্ষা এবং প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা থাকা বাধ্যতামূলক বলে আগেই নির্দেশিকা জারি হয়েছে। সেই নির্দেশিকা অনুযায়ী প্রতিটি পরীক্ষাকেন্দ্রের ঢোকার এবং বেরোনোর পথে সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা থাকবে।
প্রশ্নপত্র নিয়ে ফের যাতে কোনও অভিযোগ না ওঠে, তা নিশ্চিত করতেও তৎপর হয়েছে পর্ষদ। আর সেই জন্য পর্ষদের কড়া নির্দেশ, পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র পাঠানো হবে এক ঘণ্টা আগে। পরীক্ষাকেন্দ্রের সব শিক্ষক এবং কর্মদের বৈধ পরিচয়পত্র থাকতে হবে। মোবাইল বাইরে জমা দিয়ে ঢুকতে হবে।
সবমিলিয়ে এবছরের টেট পরীক্ষা নিয়ে পর্ষদের তরফে বিভিন্ন কড়াকড়ি করা হয়েছে। এমনিতেই নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় চলছে রাজ্যে এই পরিস্থিতিতে যাতে নতুন করে পরীক্ষ নিয়ে কোনও অনিয়ম না হয়, তা নিশ্চিত করতে বদ্ধপরিকর নবান্ন। কিন্তু পরীক্ষার ঠির দোরগোড়ায় পরীক্ষাকেন্দ্র পাল্টে যাওয়ায় বিপাকে পরীক্ষার্থীরা।
আরও পড়ুন: TET-এর মুখে ৪৩ কেন্দ্র নিয়ে নয়া নির্দেশিকা, প্রার্থীদের ভোগান্তির আশঙ্কা