Advertisement

নদিয়ায় তৃণমূলের SIR ক্যাম্পে আগুন লাগানোর অভিযোগ, পুড়ল মমতা ও অভিষেকের ব্যানার

নদিয়ার কল্যাণীতে TMC আয়োজিত একটি SIR ক্যাম্পে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। নিশানায় BJP। ক্যাম্পের অধিকাংশই পুড়ে গিয়েছে বলে খবর। মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ব্যানার পুড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ।

নদিয়া কল্যাণীর ক্যাম্প অফিসে আগুননদিয়া কল্যাণীর ক্যাম্প অফিসে আগুন
Aajtak Bangla
  • কল্যাণী, নদিয়া ,
  • 24 Nov 2025,
  • अपडेटेड 10:25 AM IST
  • SIR ক্যাম্পে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ
  • তৃণমূলের নিশানায় BJP আশ্রিত দুষ্কৃতী
  • অভিযোগ উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির

SIR নিয়ে সাধারণ মানুষকে সাহায্য করার জন্য ক্যাম্প খুলেছিল তৃণমূল। অভিযোগ, সেই ক্যাম্পে আগুন ধরিয় দিয়েছে BJP আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণীতে। 

সোশ্যাল মিডিয়া পোস্টে তৃণমূলের অভিযোগ, কল্যাণী টাউনের ৬ নম্বর ওয়ার্ডে দলের একটি SIR ক্যাম্প অফিস ভাঙচুর করা হয়েছে। এরপর আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ক্যাম্পটিতে। BJP সমর্থকরাই এই কাজটি করেছে বলে দাবি করেছে ঘাসফুল শিবির। আগুনে পুড়েছে ক্যাম্পের ব্যানার। সেই ব্যানারে ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি।

ইচ্ছাকৃত ভাবে সাধারণ মানুষকে বিপদে ফেলতেই এই কাজ করেছে BJP, অভিযোগ শাসকদলের। দোষীদের খুঁজে বের করতে ময়দানে নেমেছে পুলিশ। এদিকে, BJP-র অভিযোগ, দলের অন্তর্দ্বন্দ্ব কারণেই এই কাণ্ড। নিজেদের দোষ ঢাকতেই গেরুয়া শিবিরকে নিশানা করছে তৃণমূল, উঠেছে পাল্টা দাবি। তৃণমূলের এই অভিযোগ উড়িয়ে দিয়ে রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার সংবাদমাধ্যমে বলেছেন, ‘BJP-র কী কোনও কাজ নেই? এ সব করতে যাবে কেন? এটা ওদের দলীয় কোন্দলের ফল হতে পারে। প্রচারে থাকবে বলে BJP-র ঘাড়ে দোষ চাপাতে চাইছে।’

রাজ্যের প্রতিটি ব্লকে ভোটরক্ষা শিবির করেছে তৃণমূল। ভোটাররা কোনও সমস্যা বা দ্বিধায় পড়লে শিবিরে এসে কথা বলতে পারেন, ভোটাররা যাতে দিশাহীন না হয়ে পড়েন, সে কথা মাথায় রেখেই এই উদ্যোদ বলে জানিয়েছে শাসকদল। 

 

Read more!
Advertisement
Advertisement