Advertisement

Anubrata Mondal: বীরভূমে সেই কেষ্টই, নেতৃত্বে অনুব্রত ১ নম্বরে, অনেকটা নেমে গেলেন কাজল

তৃণমূলে এ যেন 'কামব্যাক' হল অনুব্রত মণ্ডলের। ভাইরাল অডিওকাণ্ডের পর তৃণমূলে অস্বস্তি বাড়িয়েছিলেন কেষ্ট। একাধিক সরকারি অনুষ্ঠানে কার্যত 'ব্রাত্য' ছিলেন তিনি। বীরভূমে তৃণমূলের দাপুটে নেতার নামও বাদ পড়েছিল। এবার এক অনুষ্ঠানে সেই অনুব্রতের নামই রইল ১ নম্বরে। অনুব্রত-বিরোধী বলে রাজনীতিতে পরিচিত কাজল শেখের নাম রয়েছে ৪ নম্বরে। যা দেখে অনেকেই বলছেন, 'কেষ্টর কামব্যাক'।

ফাইল চিত্র।ফাইল চিত্র।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Aug 2025,
  • अपडेटेड 9:37 AM IST
  • তৃণমূলে এ যেন 'কামব্যাক' হল অনুব্রত মণ্ডলের।
  • ভাইরাল অডিওকাণ্ডের পর তৃণমূলে অস্বস্তি বাড়িয়েছিলেন কেষ্ট।
  • সরকারি অনুষ্ঠানে কার্যত 'ব্রাত্য' ছিলেন তিনি।

তৃণমূলে এ যেন 'কামব্যাক' হল অনুব্রত মণ্ডলের। ভাইরাল অডিওকাণ্ডের পর তৃণমূলে অস্বস্তি বাড়িয়েছিলেন কেষ্ট। একাধিক সরকারি অনুষ্ঠানে কার্যত 'ব্রাত্য' ছিলেন তিনি। বীরভূমে তৃণমূলের দাপুটে নেতার নামও বাদ পড়েছিল। এবার এক অনুষ্ঠানে সেই অনুব্রতের নামই রইল ১ নম্বরে। অনুব্রত-বিরোধী বলে রাজনীতিতে পরিচিত কাজল শেখের নাম রয়েছে ৪ নম্বরে। যা দেখে অনেকেই বলছেন, 'কেষ্টর কামব্যাক'।

গোরু পাচার মামলায় অনুব্রতের গ্রেফতারির পর তাঁর পাশেই ছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সভায় একাধিক বার অনুব্রতের পাশে থাকার বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। পরে জামিন পান অনুব্রত। তবে সম্প্রতি পুলিশ আধিকারিকের সঙ্গে অনুব্রতের কথোপকথনের ভাইরাল অডিও ঘিরে জোর বিতর্ক বাধে। সেই সময় থেকেই অনুব্রতকে নিয়ে অস্বস্তিতে ছিল ঘাসফুল শিবির। কয়েক দিন আগে ২১ জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবসের সভাস্থলে ঢুকতে পুলিশের বাধার মুখে পড়তে হয়েছিল কেষ্টকে। তারপর থেকে আর দলের সভায় দেখা যায়নি অনুব্রতকে। 

 সম্প্রতি মমতার বীরভূম সফরের সময় জেলা কোর কমিটির সদস্যরা দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। সেই সময় মমতার সঙ্গে দেখা করেন অনুব্রত। তাঁদের কথা হয়। তারপরেই অনুব্রতকে কোর কমিটির আহ্বায়ক করা হয়। ফের জেলা তৃণমূলে গুরুত্ব বাড়ে অনুব্রতের। নিরাপত্তাও ফিরে পান তিনি। তখন থেকেই ছবিটা বদলাতে শুরু করে। 

এবার সরকারি অনুষ্ঠানে অনুব্রতের নাম ১ নম্বরে রাখা হল। ৭ থেকে ১০ অগাস্ট পর্যন্ত চলবে বিশ্ব আদিবাসী দিবস। ওই অনুষ্ঠানে প্রথমে নাম রয়েছে কেষ্টর। ৪ নম্বরে রয়েছে কাজলের নাম। অনুব্রত বনাম কাজল সঙ্ঘাত রাজ্য রাজনীতিতে সর্বজনবিদিত। 

Read more!
Advertisement
Advertisement