Advertisement

Kunal Ghosh-Dev: ঘাটাল হাসপাতালে মুখ্যমন্ত্রীর নাম পাল্টে সাংসদের নাম? কুণাল Vs দেব

ফের তৃণমূলে কুণাল ঘোষ বনাম দেব সংঘাত! একই স্বাস্থ্য পরিষেবার দু'বার উদ্বোধন নিয়ে দেবকে এবার কটাক্ষ করলেন তৃণমূলের কুণাল। ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধক হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম পাল্টে সাংসদ দেবের নাম রাখা হয়েছে বলে দাবি করেছেন কুণাল। যা নিয়েই সুপারস্টারকে আক্রমণ করলেন তৃণমূল নেতা। পাল্টা মুখ খুলেছেন দেবও। 

কুণাল ঘোষ ও দেব।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Sep 2024,
  • अपडेटेड 3:03 PM IST
  • ফের দেবকে নিশানা কুণাল ঘোষের।
  • পাল্টা মুখ খুললেন দেবও।
  • ফের তৃণমূলে সংঘাতের আবহ।

ফের তৃণমূলে কুণাল ঘোষ বনাম দেব সংঘাত! একই স্বাস্থ্য পরিষেবার দু'বার উদ্বোধন নিয়ে দেবকে এবার কটাক্ষ করলেন তৃণমূলের কুণাল। ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধক হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম পাল্টে সাংসদ দেবের নাম রাখা হয়েছে বলে দাবি করেছেন কুণাল। যা নিয়েই সুপারস্টারকে আক্রমণ করলেন তৃণমূল নেতা। পাল্টা মুখ খুলেছেন দেবও। 

ঠিক কী হয়েছে?

শনিবার সকালে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন কুণাল। সেখানে তিনি লিখেছেন যে, গত ১২ মার্চ ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ৪ সেপ্টেম্বর ওই একই ইউনিটের উদ্বোধন করেন সাংসদ দেব। কুণাল লিখেছেন, 'উদ্বোধক হিসাবে মুখ্যমন্ত্রীর নাম পাল্টে সাংসদ। সুপারস্টার একেই বলে। এলাকার মানুষ তো অবাক।' শেষে দেবকে অভিনন্দনও জানিয়েছেন তৃণমূল নেতা। 

কী বলেছেন দেব? 


এক্স হ্যান্ডলে কুণালের পোস্টকে উদ্ধৃত করে দেব লিখেছেন, 'নমস্কার কুণাল দা, আমি দিদিকে অনুরোধ করেছিলাম ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস এবং সিটি স্ক্যান মেশিনের জন্য, সেটা দিদি মার্চ মাসে ভার্চুয়ালি ঘোষণা করেন।এক সপ্তাহ আগে মেশিনগুলো আসে, হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে আমি এই মেশিনগুলো উদ্বোধন করি যাতে সাধারণ মানুষ ঘাটাল হাসপাতালের এই ডায়ালিসিস পরিষেবার ব্যাপারে জানতে পারে।আমার মনে হয় এর ফলে কোনো মুখ্যমন্ত্রী, সাংসদ, সুপারস্টার বা মুখপাত্র নয়, সাধারণ মানুষ উপকৃত হবে। ধন্যবাদ তোমাকে, তোমার মাধ্যমে এই পরিষেবার কথা আরও অনেকের কাছে পৌঁছে গেল।  শেষে একটাই কথা বলব, আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তাতে তথ্য যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য না করাই ভালো।  আরেকবার সকলকে জানিয়ে রাখি, ঘাটাল সুপারস্পেশিটি হাসপাতালে ডায়ালিসিস এর পরিষেবা আরম্ভ হয়ে গেছে, এখন আর আপনাদের কোনো বেসরকারি হাসপাতাল বা কলকাতার কোনও হাসপাতালে ছুটে যেতে হবেনা এবং সিটি স্ক্যান এর পরিষেবা এই মাসের শেষ থেকেই কার্যকরী হয়ে যাবে।সবার মঙ্গল হোক!' (বানান অপরিবর্তিত)। 

Advertisement

প্রসঙ্গত, এর আগেও দেবকে বিভিন্ন ইস্যুতে নিশানা করেছিলেন কুণাল। ফের একবার দু'জনের সংঘাতের ছবি প্রকাশ্যে এল। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement