Advertisement

ইচ্ছাপুরে TMC নেতাকে খুনে গ্রেফতার অর্জুন সিং ঘনিষ্ঠ, চড়ছে পারদ

ঘটনার নেপথ্যে বিজেপির হাত রয়েছে বলে দাবি তৃণমূলের। ইতিমধ্যেই বিজয় মুখোপাধ্যায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তি অর্জুন সিং ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। 

প্রতীকী ছবি
দীপক দেবনাথ / ভোলানাথ সাহা
  • ইছাপুর/হুগলি,
  • 30 Jan 2022,
  • अपडेटेड 10:40 AM IST
  • ইছাপুরে খুন তৃণমূল নেতা
  • গ্রেফতার বিজয় মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি
  • তৃণমূল-বিজেপি- তর্জা শুরু

ইছাপুরে তৃণমূল নেতা খুনে গ্রেফতার ১। ধৃতের নাম বিজয় মুখোপাধ্যায়। ধৃত ব্যক্তি বিজেপি নেতা বলে পরিচিত। অভিযোগ, শনিবার উত্তর ব্যারাকপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শিপ্রা মজুমদারের স্বামী তথা তৃণমূল নেতা গোপাল মজুমদারকে লক্ষ্য করে প্রথমে গুলি চালায় দুষ্কৃতীরা। একটুর জন্য লক্ষভ্রষ্ট হয় গুলি। এরপর তার ওপর ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয় আততায়ীরা। ধারাল অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। ত়ড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নোয়াপাড়া থানার পুলিশ। পৌঁছান ব্যারাকপুর কমিশনারেটের সিপি মনোজ ভার্মা। শুরু হয় তদন্ত। ঘটনার নেপথ্যে বিজেপির হাত রয়েছে বলে দাবি তৃণমূলের। ইতিমধ্যেই বিজয় মুখোপাধ্যায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তি অর্জুন সিং ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। 

যদিও এই অভিযোগ একেবারেই মানতে নারাজ ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তাঁর পালটা দাবি, সত্তরোর্ধ্ব বিজয় মুখোপাধ্যায়ের হাই ব্লাড সুগার। তিনি চোখেও দেখতে পান না। দিন চারেক আগে তাঁর ওপরেই হামলা হয়েছিল। সেইসময় পুলিশ বাঁচায় তাঁকে। এবার পালটা সেই বিজয় মুখোপাধ্যায়কেই ফাঁসিয়ে দেওয়া হল বলে দাবি অর্জুন সিং-এর।

এদিকে এই ঘটনার নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বলে দাবি বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের। তিনি আরও বলেন, নৈহাটি, হালিশহরে এর আগেও বোমা বিস্ফোরণ হয়েছে। আর কিছু ঘটলেই তা অর্জুন সিং-এর ওপরে চাপিয়ে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন২ মিনিটেই এই গাড়ি আকাশে ওড়ে-১৭০কিমি/ঘণ্টায়! ছাড়পত্র মিলল এই দেশে

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement