Advertisement

Dev: ফের ED-র নজরে TMC-র দেব, গরু পাচার মামলায় তলব ঘাটালের সাংসদকে

তৃণমূলের তারকা সাংসদ দেবকে ফের তলব করল ইডি। আগামী ২১ ফেব্রুয়ারি ঘাটালের তৃণমূল সাংসদকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গরু পাচার মামলায় দেবকে ফের তলব করেছে ইডি। এর আগেও এই মামলায় ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন দেব। 

Dev
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Feb 2024,
  • अपडेटेड 2:53 PM IST
  • দেবকে ফের তলব করল ইডি।
  • গরু পাচার মামলায় দেবকে ফের তলব করেছে ইডি।
  • এর আগেও এই মামলায় ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন দেব। 

তৃণমূলের তারকা সাংসদ দেবকে ফের তলব করল ইডি। আগামী ২১ ফেব্রুয়ারি ঘাটালের তৃণমূল সাংসদকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গরু পাচার মামলায় দেবকে ফের তলব করেছে ইডি। এর আগেও এই মামলায় ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন দেব। 

সামনেই লোকসভা নির্বাচন। তার আগে গরু পাচার মামলায় ফের দেবকে ইডির তলব এই পর্বে নতুন মাত্রা যোগ করল। এই মামলায় ২০২২ সালে গ্রেফতার করা হয়েছে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। বর্তমানে দিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন তৃণমূলের দাপুটে নেতা। 

সম্প্রতি দেবকে ঘিরে জোর জল্পনা চলেছে বঙ্গ রাজনীতিতে। দেব আবার ভোটে দাঁড়াবেন কিনা, এই নিয়ে সরগরম ছিল রাজ্য রাজনীতি। লোকসভা নির্বাচনের প্রাক্কালে ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি এবং বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন দেব। তার পরেই দেবের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়। এর মধ্যেই বর্তমান লোকসভায় সাংসদ হিসাবে শেষ ভাষণ দেওয়ার সময় ইঙ্গিতপূর্ণ বার্তা দেন দেব। দিল্লি থেকে কলকাতা ফেরার পর দেব বলেছিলেন, 'দিদিকে আমি শ্রদ্ধা করি, ভালবাসি। আমার মনের কথা দিদিকে বলেছি। সত্যি জানি না ২০২৪ সালে কী হবে। আমি দাঁড়াব কি দাঁড়াব না, প্রশ্নের মুখে। নিশ্চয়ই আমার মাথার মধ্যে কিছু একটা চলছে। মিথ্যা বলব না। আমি হয়তো না-ও দাঁড়াতে পারি।' সংসদে ভাষণ দেওয়ার পর ঘাটালের সাংসদ লিখেছিলেন, 'সংসদে আমার শেষ দিন। ধন্যবাদ দিদি। ধন্যবাদ ঘাটালের মানুষকে।' দেবের এই বক্তব্য ঘিরে ক্রমেই জল্পনা দানা বাঁধে। এর পরই গত শনিবার প্রথমে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ দেখা করেন দেব। তার পরেই ঘাটাল থেকে ফের ভোটে লড়াইয়ের কথা জানান দেব। এই নিয়ে আলোচনার মধ্যেই দেবকে ফের তলব করল ইডি। 

Advertisement

২০১৪ সালে প্রথম বার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে জোড়াফুল প্রতীকে লড়ে সাংসদ হয়েছিলেন দেব। তার পরে ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও ঘাটল থেকে জয়ী হন তারকা সাংসদ।

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement