
'বিজেপি বিধায়ক মনোজ টিগ্গার (Manoj Tigga) বুকের পাঁজরে কোনও ফ্র্যাকচার নেই', ট্যুইটে এমনটাই দাবি করলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন (Santanu Sen)। এক ট্যুইটে শান্তনু সেন লেখেন, 'বিজেপি সবসময় মিথ্য বলে। বিজেপি দাবি করেছিল যে, মনোজ টিগ্গার পাঁজড়ের হাড়ে ফ্র্যাকচার হয়েছে। একজন প্র্যাকটিসিং রেডিওলজিস্ট হিসেবে আমি নিশ্চিত করছি যে কোনও ফ্র্যাকচার নেই। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ডাঃ এস ভাটিয়া তাঁকে ব্যক্তিগতভাবে দেখেছেন এবং বলেছেন ভর্তির প্রয়োজন নেই। গুন্ডামির উদ্দেশ্য প্রকাশ্যে এসেছে।'
রামপুরহাটকাণ্ডের (Birbhum Rampurhat Violence Case) প্রেক্ষিতে সোমবার ধুন্ধুমার বেঁধে যায় রাজ্য বিধানসভায়। অধিবেশনের মাঝেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল এবং বিজেপি বিধায়করা। আহতও হন বেশ কয়েকজন বিধায়ক। তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নাক থেকে রক্ত পড়তে দেখা যায়। ঘটনায় শুভেন্দু অধিকারীসহ মোট ৫ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়। ঘটনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় বিজেপি। একইসঙ্গে বিজেপি দলীয় বিধায়কদের ওপরে হামলা এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে বিভিন্ন জেলায় থানাগুলির সামনে বিক্ষোভ কর্মসূচিও করতে চলেছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, গত সোমবার বীরভূমের রামপুরহাটে খুন হন তৃণমূল নেতা ভাদু শেখ। তারপরেই উত্তপ্ত হয়ে ওঠে রামপুরহাটের বগটুই গ্রাম। একাধিক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মৃত্যু হয় ৮ জনের। ওই ঘটনায় গুরুতর আহত নাজিমা বিবি নামে আরও এক মহিলার মৃত্যু হল সোমবার। যার জেরে ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৯। আদালতের নির্দেশে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই। আবার এই বিষয়ে আলোচনার জন্য বাংলার বিজেপি সাংসদদের বুধবার প্রাতঃরাশে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।