Advertisement

Satabdi Roy-Anubrata Mondal: অনুব্রত ফেরায় 'খুশি' নন শতাব্দী? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বীরভূমের তৃণমূল MP-র

প্রায় ২ বছর পর ঘরে ফিরলেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় গ্রেফতারের পর দিল্লির তিহাড় জেলে ঠাঁই হয়েছিল বীরভূমের জেলা তৃণমূল সভাপতির। গত সপ্তাহে জামিনের পর সোমবার রাতে জেল থেকে বেরোন 'বীরভূমের বাঘ'। পরের দিনই সকাল সকাল পৌঁছে গেলেন বোলপুরের বাড়িতে। অনুব্রতকে ঘিরে পুজোর আগে উৎসবে মেতেছেন তৃণমূল কর্মীরা। অনুব্রতের এহেন প্রত্যাবর্তনে মুখ খুললেন জেলার সাংসদ শতাব্দী রায়। bangla.aajtak.in-এ এক্সক্লুসিভ প্রতিক্রিয়ায় অনুব্রতের ঘরে ফেরা নিয়ে মন্তব্য করলেন তৃণমূলের চারবারের সাংসদ। 

শতাব্দী রায় ও অনুব্রত মণ্ডল।
সৌরদীপ সামন্ত
  • কলকাতা,
  • 24 Sep 2024,
  • अपडेटेड 10:57 AM IST
  • প্রায় ২ বছর পর ঘরে ফিরলেন অনুব্রত মণ্ডল।
  • মুখ খুললেন শতাব্দী রায়।
  • কী বললেন তৃণমূল সাংসদ

প্রায় ২ বছর পর ঘরে ফিরলেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় গ্রেফতারের পর দিল্লির তিহাড় জেলে ঠাঁই হয়েছিল বীরভূমের জেলা তৃণমূল সভাপতির। গত সপ্তাহে জামিনের পর সোমবার রাতে জেল থেকে বেরোন 'বীরভূমের বাঘ'। পরের দিনই সকাল সকাল পৌঁছে গেলেন বোলপুরের বাড়িতে। অনুব্রতকে ঘিরে পুজোর আগে উৎসবে মেতেছেন তৃণমূল কর্মীরা। অনুব্রতের এহেন প্রত্যাবর্তনে মুখ খুললেন জেলার সাংসদ শতাব্দী রায়। bangla.aajtak.in-এ এক্সক্লুসিভ প্রতিক্রিয়ায় অনুব্রতের ঘরে ফেরা নিয়ে মন্তব্য করলেন তৃণমূলের চারবারের সাংসদ। 

কী বললেন শতাব্দী? 

অনুব্রতের ঘরে ফেরা প্রসঙ্গে প্রশ্ন করতেই bangla.aajtak.in-এ শতাব্দী বললেন, 'ভাল, খুব ভাল।' সঙ্গে বললেন, 'উনি তো দল থেকে বহিষ্কৃত ছিলেন না, পদ থেকেও বহিষ্কৃত ছিলেন না সুতরাং সেই জায়গায় আবার থাকবেন।' তারপরেই শতাব্দীর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, 'যে কর্মীদের সঙ্গে ওঁর সম্পর্ক ভাল ছিল, সেই কর্মীরা খুশি।' তা হলে কি অনুব্রতের প্রত্যাবর্তনে তৃণমূলের কর্মীদের একাংশ খুশি নয়? শুধু যাঁদের সঙ্গে অনুব্রতের 'ভাল সম্পর্ক', তাঁরাই খুশি? এমন প্রশ্নই এবার ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতিতে। 

রাজনৈতিক মহলের একাংশের মতে, অনুব্রতের সঙ্গে শতাব্দীর রাজনৈতিক সম্পর্কের সমীকরণ নানা খাতে বয়েছে। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে আগে শতাব্দীর সঙ্গে অনুব্রতের দ্বন্দ্বের কথা প্রকাশ্যে এসেছিল। শোনা যায়, বীরভূম জেলা তৃণমূলে বার বার অনুব্রত-শতাব্দীর দ্বন্দ্ব প্রকট হয়েছে। গত লোকসভা নির্বাচনে কেষ্টহীন বীরভূমে ফের লড়াই করে বিপুল ব্যবধানে ভোটে জয়ী হয়েছেন শতাব্দী। অনুব্রত-হীন বীরভূমে শতাব্দীর লড়াই খানিকটা 'কঠিন' ছিল কি না, এই প্রসঙ্গে সেই সময় bangla.aajtak.in-এ শতাব্দী বলেছিলেন,  'যাঁরা বলতেন, তাঁরা এখন হয়তো নিশ্চয়ই অন্যরকম ভাববেন। লড়াইটা ছিল। পঞ্চায়েত থেকে বলেছিলাম জিতব। অনুব্রত মণ্ডল এলাকার অনেক সমস্যা সামলাতেন। এবার এসব আমায় সামলাতে হয়েছে। কর্মীদের প্রচুর পরিশ্রম, এত লড়াই করেছে। ওরা যদি লড়াই না করত, তা হলে হত না। ভালবাসার সঙ্গে পরিশ্রম করেছে। আবেগের সঙ্গে পরিশ্রম করেছে। ওদের সঙ্গে সম্পর্কটা নিবিড় হয়েছে। যেহেতু পঞ্চায়েত থেকে বার বার মিটিং করেছি। বার বার কথা বলেছি। একেকটা এলাকা ধরে ধরে মিটিং করেছি। ওদের সঙ্গে সরাসরি কথা বলতে পেরেছি। আদান-প্রদান হয়েছে। এটা এত বছর হয়নি। এতদিন ওরা ভোট করত, আমি সাংসদ হতাম। পঞ্চায়েত থেকে সব একাকার হয়েছে।'

Advertisement

তবে অনুব্রতের ফিরে আসায় এদিন শতাব্দী অবশ্য বলেছেন, 'আবার নতুন করে নিশ্চয় দলে সমান ভাবে সময় দেবেন। আগের মতো কাজ করবেন। অনেক নির্বাচন অনুব্রতের দ্বারা হয়েছে। আগামী দিনেও হবে।'

অনুব্রতের ঘরে ফেরার দিনই বীরভূমে প্রশাসনিক সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। অনুব্রতের সঙ্গে কি দেখা করবেন শতাব্দী? সাংসদ বললেন, 'করব দেখা। জানি না, দেখা হওয়ার সুযোগ হলে করব। সেরকম এখনও কোনও কর্মসূচি নেই।'
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement