Advertisement

Bangladeshi Panchayat Pradhan: তৃণমূলের পঞ্চায়েত প্রধান বাংলাদেশি? চাঞ্চল্যকর অভিযোগ মালদায়

তৃণমূলের পঞ্চায়েত প্রধান একজন বাংলাদেশি? এমন প্রশ্ন ঘিরেই শোরগোল পড়ে গিয়েছে মালদায়। অভিযোগ, মালদার ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান একজন বাংলাদেশি। শুধু তাই নয়, জাল পরিয়পত্র বানিয়ে ভোটে লড়ে জিতেছিলেন তিনি। জাল নথি জোগাড় করে ভারতীয় নাগরিকত্বও পেয়েছেন তিনি। এই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। 

মালদার সেই পঞ্চায়েত।মালদার সেই পঞ্চায়েত।
Aajtak Bangla
  • মালদা,
  • 01 Jan 2025,
  • अपडेटेड 1:59 PM IST
  • তৃণমূলের পঞ্চায়েত প্রধান একজন বাংলাদেশি?
  • এমন প্রশ্ন ঘিরেই শোরগোল পড়ে গিয়েছে মালদায়।
  • অভিযোগ, মালদার ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান একজন বাংলাদেশি।

তৃণমূলের পঞ্চায়েত প্রধান একজন বাংলাদেশি? এমন প্রশ্ন ঘিরেই শোরগোল পড়ে গিয়েছে মালদায়। অভিযোগ, মালদার ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান একজন বাংলাদেশি। শুধু তাই নয়, জাল পরিয়পত্র বানিয়ে ভোটে লড়ে জিতেছিলেন তিনি। জাল নথি জোগাড় করে ভারতীয় নাগরিকত্বও পেয়েছেন তিনি। এই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। 

অভিযোগ উঠেছে মালদার হরিশ্চন্দ্রপুর ১-ব্লকের রশিদাবাদ পঞ্চায়েত প্রধান লাভলি খাতুনের বিরুদ্ধে। অভিযোগ, ভুয়ো জাত শংসাপত্র বানিয়ে কংগ্রেসের হয়ে ভোটে লড়ে জেতেন তিনি। পরে তৃণমূলের সমর্থনে পঞ্চায়েত প্রধানের কুর্সিতে বসেন তিনি। এই ঘটনার জল গড়িয়েছে আদালতে। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রয়েছে মামলা। হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে এ ব্যাপারে খোঁজ নেন মহকুমাশাসক। 

ওই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। অভিযোগ, লাভলির শংসাপত্রে সাক্ষী হিসাবে কয়েক জনের নাম রয়েছে। কিন্তু তাঁরা কেউই লাভলিকে চেনেন না। গ্রামবাসীদের অভিযোগ, তাঁদের সই জাল করেছেন তৃণমূল প্রধান। এমনকী, শংসাপত্রে বাবা হিসাবে যাঁর নাম উল্লেখ করা হয়েছে, তা-ও ভুয়ো বলে দাবি করা হয়েছে। 
মুস্তাফা নামে এক ব্যক্তিকে পিতৃপরিচয় দিয়েছেন তিনি। তবে স্থানীয়দের দাবি, মুস্তাফার কন্যা লাভলি নন। ভোটার কার্ড-সহ লাভলির বিভিন্ন নথি ভুয়ো বলে অভিযোগ করা হয়েছে। 

এই ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। তৃণমূলকে নিশানা করে বিজেপি জানিয়েছে, তৃণমূলের সমর্থনে কীভাবে বাংলাদেশিরা ভারতীয় নাগরিকত্ব পাচ্ছেন, তা স্পষ্ট হচ্ছে। সবটাই ভোটব্যাঙ্কের রাজনীতি বলে সরব হয়েছে পদ্ম শিবির। এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি তৃণমূল। অন্য দিকে, নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করেছেন লাভলি। 

Read more!
Advertisement
Advertisement