Advertisement

'পার্থ-ফাঁদে পা দেবেন না…' MLA-দের সতর্ক করে দিল TMC

দুর্নীতি ইস্যুতে বিরোধীদের লাগাতর আক্রমণে জেরবার তৃণমূল কংগ্রেস। বিধানসভার আগামী অধিবেশনেও এই বিষয়ে বিরোধীরা হট্টগোল করতে পারেন বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব। সেক্ষেত্রে কীভাবে বিরোধীদের আক্রমণ সামলানো হবে, সেই বিষয়েই আলোচনা হয়েছে বৈঠকে। সূত্রের খবর, সেই বৈঠকে আরও বলা হয়েছে, "বিরোধীরা চোর চোর বলে আক্রমণ করলে, পাল্টা আক্রমণে যান…।"

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 14 Sep 2022,
  • अपडेटेड 6:47 PM IST
  • বিধায়কদের বার্তা তৃণমূলের
  • পার্থ-অনুব্রত ইস্যুতে সতর্ক থাকার পরামর্শ

পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অনুব্রতম মণ্ডল (Anubrata Mondal) ইস্যুতে বিধানসভায় সতর্ক তৃণমূল। দলের বিধায়কদের সতর্কবার্তা শীর্ষ নেতৃত্বের। বুধবার পরিষদীয় বৈঠকে দলের তরফে সাফ বার্তা দেওয়া হয়েছে, "এক জন চুরি করলে বাকিরা দোষী নয়। দুর্নীতির দায় দল নেবে না।"  পাশাপাশি অপপ্রচারের বিরুদ্ধে কীভাবে রুখে দাঁড়াতে হবে, তার পাঠও দেওয়া হয়েছে। বিধায়কদের প্রতি দলের আর বার্তা, "পার্থ-ফাঁদে পা দেবেন না…।" অর্থাৎ এই ইস্যুতে বিধায়কদের মন্তব্য না করা বা বিতর্কে না জড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 

প্রসঙ্গত, দুর্নীতি ইস্যুতে বিরোধীদের লাগাতর আক্রমণে জেরবার তৃণমূল কংগ্রেস। বিধানসভার আগামী অধিবেশনেও এই বিষয়ে বিরোধীরা হট্টগোল করতে পারেন বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব। সেক্ষেত্রে কীভাবে বিরোধীদের আক্রমণ সামলানো হবে, সেই বিষয়েই আলোচনা হয়েছে বৈঠকে। সূত্রের খবর, সেই বৈঠকে আরও বলা হয়েছে, "বিরোধীরা চোর চোর বলে আক্রমণ করলে, পাল্টা আক্রমণে যান…।"

সূত্র মারফৎ আরও জানা গিয়েছে, নেতৃত্বের তরফে বিধায়কদের স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে, "দু-এক জনের দুর্নীতির দায় নেবে না দল।" এই বার্তা শোনা গিয়েছে খোদ ফিরহাদ হাকিমের (Firhad Hakim) গলাতেও। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ নারদা ইস্যুতে নাম জড়িয়েছে তাঁরও। এক কথায় বলতে গেলে বিরোধীরা 'চোর' স্লোগান দিলে পাল্টা জবাব দেওয়ার নির্দেশই দিয়েছে তৃণমূল নেতৃত্ব। সেক্ষেত্রে এখন দেখার, আগামী অধিবেশনে কতোটা সরগরম হয় বিধানসভা। 

আরও পড়ুনপুজোর জামা কেনার সময় মাথায় রাখুন এইগুলি, কেউ চোখ ফেরাতে পারবে না

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement