Advertisement

West Bengal Municipal Election 2022 : বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাঁইথিয়া পুরসভা দখল TMC-র

সাঁইথিয়া পুরসভায় মোট ১৬টি আসন। গত বিধানসভা নির্বাচনে ১৬টির মধ্যে ১৪টিতেই পিছিয়ে ছিল তৃণমূল। তাই এবার পুরনির্বাচনে ব্যাপক টক্কর হত বলেই মনে করা হচ্ছিল। কিন্তু বিধানসভার ভোটের পর থেকে বিজেপিতে (BJP) ভাঙন এবং একাধিক নেতার তৃণমূলে যোগদানের জেরেই বদলাতে থাকে চিত্রটা। জেলার ৫টি পুরসভার বেশিরভাগ আসনেই প্রার্থী দিতে পারেনি বিজেপি। 

সাঁইথিয়া পৌরসভাসাঁইথিয়া পৌরসভা
ভাস্কর মুখোপাধ্যায়
  • সাঁইথিয়া,
  • 09 Feb 2022,
  • अपडेटेड 4:52 PM IST
  • সাঁইথিয়া পুরসভা জয় তৃণমূলের
  • ১৬টির মধ্যে ১৩টি আসনে বিনাপ্রতিদ্বন্দিতায় জয়
  • শাসক-বিরোধী তরজা শুরু

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাঁইথিয়া পুরসভার (Sainthia Municipality) দখল নিল তৃণমূল (TMC)। ১৬টি আসনের মধ্যে ১৩টিতে কোনও প্রার্থীই দিতে পারেননি বিরোধিরা। তিনটি আসনে প্রার্থী দিয়েছে সিপিআইএম (CPIM)। বিজেপির অভিযোগ, মঙ্গলবার রাত থেকেই মনোনীত বিজেপি প্রার্থীদের বাড়িতে হুমকি দিতে থাকে তৃণমূল। আর তারপরেও সেই হুমকি উপেক্ষা করে যাঁরা বুধবার মনোনয়ন  জমা দিতে যাওয়ার চেষ্টা করেন, তাঁদেরও আটকে দেওয়া হয়। ফলে জমাই দেওয়া যায়নি মনোনয়ন। যদিও বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

সাঁইথিয়া পুরসভায় মোট ১৬টি আসন। গত বিধানসভা নির্বাচনে ১৬টির মধ্যে ১৪টিতেই পিছিয়ে ছিল তৃণমূল। তাই এবার পুরনির্বাচনে ব্যাপক টক্কর হত বলেই মনে করা হচ্ছিল। কিন্তু বিধানসভার ভোটের পর থেকে বিজেপিতে (BJP) ভাঙন এবং একাধিক নেতার তৃণমূলে যোগদানের জেরেই বদলাতে থাকে চিত্রটা। জেলার ৫টি পুরসভার বেশিরভাগ আসনেই প্রার্থী দিতে পারেনি বিজেপি। 

আরও পড়ুন

এই বিষয়ে বীরভূম (Birbhum) জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা বলেন, সাঁইথিয়ার বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দিতে দেয়নি তৃণমূল। হুমকি ও ভয় দেখান হয়েছে তাঁদের। অনেককে প্রাশাসনিক ভবনের আগেই আটকে দেওয়া হয়। যদিও এই অভিযোগের প্রেক্ষিতে তৃণমুল নেতা দেবাশিস সাহার পালটা দাবি, তাঁরা কাউকে বাধা দেননি। যাঁরা গিয়েছেন তাঁরা মনোনয়ন জমা দিয়েছেন। এক্ষেত্রে প্রার্থী না থাকায় বিজেপি নাটক করছে বলেও দাবি করেন তিনি। 

 

Read more!
Advertisement
Advertisement