Advertisement

Toto registration: রেজিস্ট্রেশনে চরম অনিহা টোটোচালকদের? এবার 'ডেডলাইন' দিয়ে দিল রাজ্য

রাজ্যে টোটো রেজিস্ট্রেশনে আশানুরূপ সাড়া না মেলায় বাড়ানো হল সময়সীমা। টোটো নথিভুক্তিকরণের শেষ দিন ছিল ৩০ নভেম্বর। কিন্তু আবেদন কম আসায় পরিবহণ দফতর সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি জানানো হয়েছে।

কিউ-আর কোড ছাড়া রাস্তায় টোটো নামলেই বাতিল, যানজট রুখতে কড়া শিলিগুড়ি পুরসভাকিউ-আর কোড ছাড়া রাস্তায় টোটো নামলেই বাতিল, যানজট রুখতে কড়া শিলিগুড়ি পুরসভা
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 27 Nov 2025,
  • अपडेटेड 11:30 AM IST
  • রাজ্যে টোটো রেজিস্ট্রেশনে আশানুরূপ সাড়া না মেলায় বাড়ানো হল সময়সীমা।
  • টোটো নথিভুক্তিকরণের শেষ দিন ছিল ৩০ নভেম্বর।

রাজ্যে টোটো রেজিস্ট্রেশনে আশানুরূপ সাড়া না মেলায় বাড়ানো হল সময়সীমা। টোটো নথিভুক্তিকরণের শেষ দিন ছিল ৩০ নভেম্বর। কিন্তু আবেদন কম আসায় পরিবহণ দফতর সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি জানানো হয়েছে। দফতর সূত্রে জানানো হয়েছে, বহু টোটো মালিকের অনুরোধের ভিত্তিতেই এই সিদ্ধান্ত।

গত মাসের ১৩ তারিখ থেকে রাজ্যের সব টোটোকে অস্থায়ী এনরোলমেন্ট নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া শুরু হয়েছে। টোটোর গায়ে লাগানো হবে কিউআর কোডযুক্ত বিশেষ স্টিকার। কিন্তু দেড় মাস পার হলেও টোটো মালিকদের আবেদন তেমন বাড়েনি। সেই কারণেই বাড়ানো হল সময়সীমা।

পরিবহণ দফতরের নিয়ম অনুযায়ী, ১,০০০ টাকা ফি জমা দিলেই টোটো মালিক বা চালক পাবেন একটি অস্থায়ী এনরোলমেন্ট নম্বর। যার সঙ্গে থাকবে কিউআর কোড। এই নম্বর-সহ স্টিকার টোটোর গায়ে লাগানো বাধ্যতামূলক। এই রাজ্যব্যাপী টোটো গণনার পর সরকার টোটো চলাচল নিয়ন্ত্রণে নতুন গাইডলাইন আনবে বলে জানা গিয়েছে। এরপর স্থানীয় প্রশাসন, পুরসভা বা পঞ্চায়েতের সঙ্গে আলোচনা করে ঠিক হবে টোটোর রুট।

এছাড়াও ভবিষ্যতে টোটো চালাতে হলে বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে বলে দফতর সূত্রে খবর। টোটোচালক বা মালিকদের সুবিধার্থে এই অতিরিক্ত সময় যে কার্যকর হবে, তা মনে করছেন পরিবহণ দফতরের কর্মকর্তারা।

 

Read more!
Advertisement
Advertisement