সিভিক ভলেন্টিয়াদের(ভিলেজ) দৈনিক ভাতা বৃদ্ধি করল রাজ্য সরকার। সোমবার নবান্নের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই বিষয়ে জানানো হয়। এর আগেই সিভিক ভলান্টিয়ারদের বেতন বৃদ্ধির আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ফেব্রুয়ারিতে রাজ্য বাজেটে সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারদের বেতন বাড়ানোর ঘোষণা করেছিল রাজ্য সরকার। বাজেটে এমনটাই জানিয়েছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
কত টাকা বাড়ছে?
বিজ্ঞপ্তি অনুযায়ী ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের দৈনিক মজুরি ৩৪ টাকা করে বাড়ছে। মোট হিসাব করলে, এর ফলে তাঁদের মাসিক বেতন প্রায় ১,০০০ টাকা বাড়ছে।
এদিন কত টাকা করে পেতেন?
ভিলেজ পুলিশ ভলান্টিয়াররা এতদিন দৈনিক ৩৪৪ টাকা করে ভাতা পেতেন। সেই ভাতাই বেড়ে এবার ৩৭৮ টাকা করা হচ্ছে।
চলতি বছর ফেব্রুয়ারিতে বাজেটে রাজ্য ও কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের ও ভিলেজ পুলিশের ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়। সেই মতো ১,০০০ টাকা ভাতা বাড়ানো হচ্ছে তাঁদের।
এরপর চলতি বছরের শুরুতে সিভিক ভলেন্টিয়ারদের বোনাস বৃদ্ধির বিষয়ে ঘোষণা করা হয়। এর আগে তাঁরা ২,০০০ টাকা করে বোনাস পেতেন। এবার সেটা বাড়িয়ে ৫,৩০০ টাকা করা হয়। ২০২৩ সালের দুর্গাপুজোর সময় সিভিক ভলেন্টিয়াররা ২,০০০ টাকা করে বোনাস পেয়েছিলেন। এরপর সেই বোনাসের অঙ্কই আরও বাড়ানো হয়। এর ফলে চলতি বছরের পুজোর সময় তাঁরা ৫,৩০০ টাকা করে বোনাস পাবেন।