Advertisement

Jangipur Waqf Clash: ওয়াকফ সংশোধনীর প্রতিবাদে রণক্ষেত্র জঙ্গিপুর, পুলিশের গাড়ি ভাঙচুর-আগুন

ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র মুর্শিদাবাদের জঙ্গিপুর। ভাঙচুর চালিয়ে পুলিশের দুইটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হল। জানা গিয়েছে, এদিন ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় জমায়েত হয় জঙ্গিপুরে। জাতীয় সড়ক অবরোধ হয়। অবরোধ তুলতে গিয়ে পুলিশের সঙ্গে প্রথমে বচসা হয় আন্দোলনকারীদের।

Aajtak Bangla
  • মুর্শিদাবাদ,
  • 08 Apr 2025,
  • अपडेटेड 6:26 PM IST

ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র মুর্শিদাবাদের জঙ্গিপুর। ভাঙচুর চালিয়ে পুলিশের দুইটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হল। জানা গিয়েছে, এদিন ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় জমায়েত হয় জঙ্গিপুরে। জাতীয় সড়ক অবরোধ হয়। অবরোধ তুলতে গিয়ে পুলিশের সঙ্গে প্রথমে বচসা হয় আন্দোলনকারীদের। বাকযুদ্ধ গড়ায় হাতাহাতি, ধাক্কাধাক্কিতে। পরিস্থিতি দ্রুত অশান্তিপূর্ণ হয়ে ওঠে। এরপরেই বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। অন্য়দিকে উত্তেজিত বিক্ষোভকারীরা পুলিশের দুইটি গাড়ি ভাঙচুর করে তাতে আগুন জ্বালিয়ে দেয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের সেল ফাটায় পুলিশ। প্রশাসন সূত্রে খবর, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কিন্তু এই ধুন্ধুমারকে কেন্দ্র করে আপাতত থমথমে মুর্শিদাবাদের জঙ্গিপাড়া।

রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই বিষয়ে বলেন, 'সিপিএম-এর জমানাতেও কিন্তু পুলিশ আমাদের উপরে লাঠিচার্জ করেনি। কিন্তু এখন কেন, কী পরিস্থিতিতে পুলিশকে লাঠিচার্জ করতে হল তা আমার জানা নেই। যাঁরা করছেন, তাঁদের বলব শান্তিপূর্ণ আন্দোলন করতে। এটা আরএসএস-এর এজেন্ডা। গ্রামে যাবে কবরস্থান মাপতে, জমি জরিপ করতে। তখনই দেখা যাবে গ্রামের মানুষ জামাই আদর করে না বিক্ষোভ করে। তখনই দেখা যাবে গ্রামের মানুষ এটা কীভাবে গ্রহণ করে।'

অন্যদিকে জঙ্গিপুরের ঘটনা নিয়ে তোপ দাগেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'সবকিছুর মূলাধার মমতা বন্দ্য়োপাধ্যায়। পুলিশের গাড়ি জ্বলছে। প্যারামিলিটারি নামাতে বলুন। ১৪ বছর ধরে রাজ্য়ের একজনই পুলিশ মন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়।' 

আরও পড়ুন

Read more!
Advertisement
Advertisement