
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ভোটার তালিকায় কারচুপির বীভৎস অভিযোগ তুলেছেন। তাঁর অভিযোগ, গত বছর হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রতি ৮টি ভোটের মধ্যে একটি ভুয়ো। একজন ব্রাজিলিয়ান মডেলের ছবি দেখিয়ে তিনি দাবি করেন, হরিয়ানাতে ১০টি বুথে ২২টি ভোট পড়েছে এই মহিলার নামে। এই বিস্ফোরক অভিযোগের পর থেকে BLO-দের কাজ নিয়ে চর্চা শুরু হয়েছে। ভোটার আইডি তৈরির প্রক্রিয়াটি কেমন? এতে BLO-দের কাজ কী?
BLO-দের কাজ
ভোটার আইডি তৈরির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন BLO-রাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল ভেরিফিকেশন। BLO নতুন ভোটারদের ভেরিফিকেশন করেন, তথ্য যাচাই করে এবং তা আপডেট করেন। ভোটার লিস্টে কারও নাম সরাতে হলে, সে কাজটিও করেন BLO। তিনিই সেই ব্যক্তি যার উপর ভোটার তালিকা থেকে কারও নাম বাদ দেওয়া বা তালিকায় কারও নাম সংযোজনের দায়িত্ব থাকে। SIR প্রক্রিয়ায় BLO বাড়ি বাড়ি পৌঁছে ভোটার তথ্য যাচাই করছেন।
সরকারি যে কোনও দফতরের কর্মীকেই BLO হিসেবে নিযুক্ত করা হতে পারে। জেলা নির্বাচনী আধিকারিকের কার্যালয় থেকে BLO-কে যাবতীয় দায়িত্ব দেওয়া হয়। একটি নির্দিষ্ট এলাকার ভোটার লিস্ট দেওয়া হয় তাকে। নির্দিষ্ট সময়ে সেটি আপডেট করা হয়। নতুন নাম সংযোজন, নাম বাদ দেওয়া, মৃত ভোটারের নাম কাটা, ঠিকানা পরিবর্তন হলে তা আপডেট করার মতো বিষয়গুলির দায়িত্বে থাকেন BLO। ১৮ ঊর্ধ্ব প্রথম ভোটারদের তালিকাও তিনিই তারি করেন।
অনলাইন এবং অফলাইন, দু'প্রক্রিয়ার মাধ্যমেই BLO উল্লিখিত দায়িত্বগুলি পালন করেন। অনলাইনে কেউ নাম সংযোজন কিংবা তথ্য আপডেট করলে তা BLO নিজের BLO অ্যাপে তার নোটিফিকেশন পান। BLO সেই তথ্য ভেরিফাই করেন। তিন অনুমোদন করলে তবেই সেই তথ্য আপডেট হয়।
অফলাইন প্রক্রিয়ায় BLO ৬ নম্বর ফর্মে ভোটারের থেকে সমস্ত তথ্য ফিল আপ করান। সেটি জমা পড়ার পর নির্বাচনী আধিকারিক সেটিকে প্রসেস করেন।
ছবিতে গড়মিল হয় কোন ভুলে?
BLO-দের অধিকাংশেরই দাবি, টেকনিক্যাল ত্রুটির কারণে ছবি অনেক ক্ষেত্রে ভুল আসে। অনলাইন প্রক্রিয়ার ক্ষেত্রে BLO-দের কাছে ভোটারদের আপলোড করা তথ্য অনুমোদনের জন্য ৩ থেকে ৪ দিন পর্যন্ত সময় থাকে। কিন্তু এই সময়ের মধ্যে কোনও BLO যদি কমেন্ট না করেন অথবা অনুমোদন না দেন তবে সিস্টেম অনুযায়ী, অটো আপডেট হয়ে যায় সেটি। এই ক্ষেত্রে ভুল ছবি আপলোড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। BLO-দের দায়িত্বের মধ্যেই ফটো ভেরিফিকেশনের কাজ পড়ে।
BLA কী কাজ করেন?
বুথ লেভেল এজেন্ট অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের BLA-রা BLO-দের সঙ্গে থাকেন এবং সমস্ত তথ্য তারাও তাদের নিজস্ব তথ্যের সঙ্গে মিলিয়ে দেখেন। এক্ষেত্রে ভোটার তালিকার ফটো ভেরিফিকেশন তারাও তাদের তরফে করে থাকেন।