Advertisement

Madhyamik Result Check: শুক্রবার মাধ্যমিকের ফল, জেনে নিন এক ক্লিকে; রইল LINKS

WBBSE Class 10 Results: আগামী ২ মে এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সকাল ৯টায় সাংবাদিক বৈঠকে ফল ঘোষণা করবে পর্ষদ। সকাল পৌনে ১০টা থেকে ওয়েবসাইট ও বিভিন্ন মোবাইল অ্যাপে ফল দেখতে পারবে পরীক্ষার্থীরা। ওই দিনই সকাল ১০টা থেকে পর্ষদের ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হবে। 

মাধ্যমিকের ফল জানা যাবে এসব ওয়েবসাইটে।মাধ্যমিকের ফল জানা যাবে এসব ওয়েবসাইটে।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 Apr 2025,
  • अपडेटेड 3:01 PM IST
  • আগামী ২ মে এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
  • সকাল ৯টায় সাংবাদিক বৈঠকে ফল ঘোষণা করবে পর্ষদ।
  • ওই দিনই সকাল ১০টা থেকে পর্ষদের ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হবে। 

WBBSE Class 10 Results Out: আগামী ২ মে এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সকাল ৯টায় সাংবাদিক বৈঠকে ফল ঘোষণা করবে পর্ষদ। সকাল পৌনে ১০টা থেকে ওয়েবসাইট ও বিভিন্ন মোবাইল অ্যাপে ফল দেখতে পারবে পরীক্ষার্থীরা। ওই দিনই সকাল ১০টা থেকে পর্ষদের ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হবে। 

মাধ্যমিকের ফল দেখবেন কীভাবে? (How to Check Madhyamik Result 2025):

মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইট থেকে মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখা যাবে। মাধ্যমিক প্রার্থীর রোল নম্বর এবং জন্মতারিখ দিয়ে wbbse.wb.gov.in এবং wbresults.nic.in ওয়েবসাইট থেকে মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখা যাবে।  ফলাফল প্রকাশের পরপরই শিক্ষার্থীরা তাদের রোল নম্বর এবং জন্ম তারিখ দিয়ে wbresults.nic.in এবং wbbse.wb.gov.in এই দুটির যে কোনও  একটি পোর্টালের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন।


এছাড়াও যেসব  ওয়েবসাইটে মাধ্যমিকের ফল জানা যাবে, রইল Links...

১) www.indiaresults.com

২)  www.results.shiksha

৩)https://iresults.net/

4) fastresult.in

পাশাপাশি, bangla.aajtak.in-এ মাধ্যমিকের ফল সংক্রান্ত সমস্ত খবরের লেটেস্ট আপডেট পাওয়া যাবে। 

যেসব মোবাইল অ্যাপে ফল জানতে পারবেন..

১) https://iresults.net/wbbse-app/

২) fastresult.in

৩) www.results.shiksha

Read more!
Advertisement
Advertisement