Advertisement

WBJEE 2025: WBJEE 2025 Result সরাসরি লিঙ্ক থেকে ডাউনলোড করুন @wbjeeb.nic.in

WBJEE Result 2025: শুক্রবার দুপুর দু'টোর সময় প্রাকাশিত হবে জয়েন্ট এন্ট্রান্সের (WBJEE Result 2025) ফল। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই জয়েন্টের ফল প্রকাশের রাস্তা পরিষ্কার হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (WBJEE) ২০২৫ সালের ফলাফল প্রকাশের জন্য অনেক প্রার্থী অপেক্ষা করছেন। ফল প্রকাশিত হওয়ার পরে পরীক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট whjeeb.nic.in/wbjee থেকে ফলাফল ডাউনলোড করতে পারবেন।

জয়েন্টের ফলজয়েন্টের ফল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Aug 2025,
  • अपडेटेड 1:35 PM IST

শুক্রবার দুপুর দু'টোর সময় প্রাকাশিত হবে জয়েন্ট এন্ট্রান্সের (WBJEE Result 2025) ফল। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই জয়েন্টের ফল প্রকাশের রাস্তা পরিষ্কার হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (WBJEE) ২০২৫ সালের ফলাফল প্রকাশের জন্য অনেক প্রার্থী অপেক্ষা করছেন। ফল প্রকাশিত হওয়ার পরে পরীক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট whjeeb.nic.in/wbjee থেকে ফলাফল ডাউনলোড করতে পারবেন।

WBJEE Result 2025: WBJEE ফলাফল কীভাবে ভাউনলোড করবেন?
প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইট, wbjeeb.nic.in/wbjee-তে যান।
'Important Link' এর ভেতরে, 'Rank Card For WBJEE 2025' এ ক্লিক করুন।
আপনার আবেদন নম্বর, জন্ম তারিখ এবং সিকিউরিটি পিন লিখুন।
'Sign in' বোতামে ক্লিক করুন।
আপনার ফলাফল স্ক্রিনে দেখানো হবে।
ভবিষ্যতের রেফারেন্সের জন্য আপনার ফলাফল ডাউনলোড করুন।

দীর্ঘদিন আটকে ফলপ্রকাশ

চলতি বছর ২৭ এপ্রিল হয়েছিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। পরীক্ষা দিয়েছেন ১ লক্ষেরও বেশি ছাত্র ছাত্রী। কিন্তু ৩ মাসের বেশি সময় ধরে আটকে ছিল ফলপ্রকাশ। এর আগে বোর্ডের তরফে জানানো হয়েছিল, ৫ জুন জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশের প্রস্তুতি সেরে ফেলেছিল তারা। কিন্তু ওবিসি সংরক্ষণ মামলা নিয়ে জটিলতার সৃষ্টি হয়। সোমবার ওবিসি নিয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পরীক্ষায় পাস করার পরে স্কোর এবং র‍্যাঙ্কের উপর ভিত্তি করে ভর্তির জন্য কাউন্সেলিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। আরও আপডেটের জন্য, শিক্ষার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পারেন। 

কেন ফল প্রকাশে দেরি হল?
গত ৭ অগস্ট জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু ওবিসি সম্প্রদায় সংক্রান্ত জটিলতার কারণে সেই ফলপ্রকাশ স্থগিত হয়ে যায়। কলকাতা হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দের একক বেঞ্চ মেধাতালিকা বাতিল করে নতুন করে তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছিলেন। তাঁর রায় অনুযায়ী, শুধুমাত্র ২০১০ সালের আগে চিহ্নিত ৬৬টি ওবিসি সম্প্রদায়ের ভিত্তিতেই মেধাতালিকা তৈরি করতে হবে এবং সেটি কার্যকর করতে হবে ১৫ দিনের মধ্যে।

এই নির্দেশকে রাজ্যের পক্ষ থেকে চ্যালেঞ্জ জানানো হয় প্রথমে হাই কোর্টের ডিভিশন বেঞ্চে, পরে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় যুক্তি দেখান যে সিঙ্গল বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই নির্দেশ দিয়েছেন, যা আইনত প্রশ্নবিদ্ধ।

Advertisement

কী নির্দেশ দিল কোর্ট?
শুক্রবার প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, ওবিসি শংসাপত্র সংক্রান্ত মূল মামলার শুনানি চলতে থাকলেও জয়েন্টের ফলপ্রকাশে বাধা দেওয়া যাবে না। হাইকোর্টের নির্দেশে তাই আপাতত স্থগিতাদেশ দেওয়া হল। ফলে রাজ্যের বোর্ড এখন নির্ধারিত নিয়ম মেনে জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ করতে পারাবে।

Read more!
Advertisement
Advertisement