Weather Update, Thunderstorm Alert: তীব্র দাবদাহ থেকে স্বস্তি পেল দক্ষিণবঙ্গের সাধারণ মানুষ। সন্ধের পর এক পশলা বৃষ্টিতে ভিজল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কালবৈশাখীর দাপটে পশ্চিম বর্ধমানের বেশ কিছু এলাকায় গাছ-বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে।
বেশ কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়েছে কুলটি-আসানসোলের একাধিক এলাকা। অনেক জায়গায় গাছ উপড়ে বিদ্যুতের তারের উপর পড়ে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়েছে। গাছ পড়ে বেশ কিছু এলাকায় ছোট বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু এলাকায় প্রায় ঘণ্টা দুয়েক বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। সন্ধের পর দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম-বেশি ঝড় বৃষ্টি হয়েছে। দু’-এক জায়গায় শিলাবৃষ্টির খবরও মিলেছে।
হাওয়া অফিস বলছে, আগামীকালও দক্ষিণবঙ্গে জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনার রয়েছে। শনিবারের পর দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কমবে। তবে উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি শনিবার পর্যন্ত চলবে। আগামী ২৪ ঘণ্টায় শিলাবৃষ্টি বা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং-কালিম্পং-আলিপুরদুয়ার- কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অনেক জেলাতেই শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির পাশাপাশি ৩০ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। ফলে শনিবার পর্যন্ত দিন ও রাতের সর্বোচ্চ-সর্বনিম্ন তাপমাত্রার বেশ কিছুটা হের ফের হতে পারে।