Advertisement

Weather Update-Thunderstorm Alert: ঝড়-বৃষ্টি কোন কোন জেলায়, কেমন থাকবে আজকের আবহাওয়া?

শনিবার পর্যন্ত রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া, রয়েছে বজ্রপাতের আশঙ্কা। গতকালের ঝড়-বৃষ্টিতে কলকাতায় পারদ নেমেছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। তৈরি হবে কালবৈশাখীর পরিস্থিতি, কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 May 2023,
  • अपडेटेड 6:46 AM IST
  • শনিবার পর্যন্ত রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।
  • সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া, রয়েছে বজ্রপাতের আশঙ্কা।
  • গতকালের ঝড়-বৃষ্টিতে কলকাতায় পারদ নেমেছে। 

Weather Update, Thunderstorm Alert: শনিবার পর্যন্ত রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া, রয়েছে বজ্রপাতের আশঙ্কা। গতকালের ঝড়-বৃষ্টিতে কলকাতায় পারদ নেমেছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। তৈরি হবে কালবৈশাখীর পরিস্থিতি, কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন: গরম থেকে আপাতত রেহাই, আবহাওয়া নিয়ে সুখবর হাওয়া অফিসের

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবারের পর দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কমবে। তবে উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি শনিবার পর্যন্ত চলবে। আগামী ২৪ ঘণ্টায় শিলাবৃষ্টি বা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং-কালিম্পং-আলিপুরদুয়ার- কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অনেক জেলাতেই শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির পাশাপাশি ৩০ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। ফলে শনিবার পর্যন্ত দিন ও রাতের সর্বোচ্চ-সর্বনিম্ন তাপমাত্রার বেশ কিছুটা হের ফের হতে পারে।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement