Advertisement

Mamata Banerjee On Teachers Protest: 'গরমের মধ্যে কেন বসে আছেন? নিশ্চিন্তে স্কুলে যান,' বিক্ষোভরত চাকরিহারাদের বার্তা মমতার

এসএসসি দফতরে শিক্ষক-শিক্ষাকর্মীদের বিক্ষোভের মধ্যেই ফের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মেদিনীপুরের সভা থেকে মমতা বললেন, 'শিক্ষকরা কেন বসে আছেন গরমের মধ্যে, স্কুলে যান, আপনারা কেন বসে আছেন, আমি তো বলেছি, রিভিউ পিটিশন করেছি, মাইনে পাবেন, সিস্টেমে মাইনে পাবেন, উত্তেজনা করার দরকার নেই।'

চাকরিহারাদের বার্তা মুখ্যমন্ত্রীর।চাকরিহারাদের বার্তা মুখ্যমন্ত্রীর।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 22 Apr 2025,
  • अपडेटेड 2:15 PM IST
  • এসএসসি দফতরে শিক্ষক-শিক্ষাকর্মীদের বিক্ষোভের মধ্যেই ফের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
  • মমতা বললেন, 'শিক্ষকরা কেন বসে আছেন গরমের মধ্যে, স্কুলে যান।'
  • বললেন, 'মাইনে পাবেন।'

এসএসসি দফতরে শিক্ষক-শিক্ষাকর্মীদের বিক্ষোভের মধ্যেই ফের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মেদিনীপুরের সভা থেকে মমতা বললেন, 'শিক্ষকরা কেন বসে আছেন গরমের মধ্যে, স্কুলে যান, আপনারা কেন বসে আছেন, আমি তো বলেছি, রিভিউ পিটিশন করেছি, মাইনে পাবেন, সিস্টেমে মাইনে পাবেন, উত্তেজনা করার দরকার নেই।'

প্রসঙ্গত, ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে সোমবার যোগ্যদের তালিকা প্রকাশ করতে পারেনি এসএসসি। তারপরেই শুরু হয় বিক্ষোভ। রাত পেরিয়ে দিন হলেও আচার্য সদনের সামনে টানা অবস্থান করছেন চাকরিহারারা। এই পরিস্থিতিতে মেদিনীপুর থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্য নয়া মাত্রা যোগ করল। চাকরিহারাদের রাতভর বিক্ষোভ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, 'সন্ধ্যা থেকে ১০ বার ফোন করেছি। কলকাতায় থাকলে ১ সেকেন্ডে মিটিয়ে দিতাম।'

ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী?

মেদিনীপুরের সভা থেকে এদিন মমতা বলেন, 'আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে কাজ করুন। মাইনে নিয়ে ভাবতে হবে না। আপনি এ না বি সেটা কোর্ট ঠিক করবে। মাইনে সরকার দেবে, যাঁরা উস্কানি দিচ্ছেন, তাঁরা দেবেন না।' মমতার সংযোজন, 'আপনার কী যায় আসে, যোগ্য কে, অযোগ্য কে, ওটা দেখার তো দরকার নেই, এটা দেখার জন্য কোর্ট আছে, রাজ্য সরকার আছে। আপনি চাকরি করেন, চাকরি আছে কিনা দেখার দরকার, মাইনে পাচ্ছেন কিনা, সেটা দেখার দরকার, অন্যটা দেখার দরকার নেই।' উল্লেখ্য, যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে সোমবার সন্ধ্যার পর থেকে রাতভর এসএসসি ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছেন চাকরিহারারা।

চাকরি বাতিল নিয়ে এদিন ফের বিরোধীদের নিশানা করেছেন মমতা। বলেছেন, 'শিক্ষকদের চাকরি খাওয়ার জন্য বাংলায় কয়েক জন লোক  আছে। শুধু পিল খায় আর পিল করে, বাংলার সর্বনাশ করছে, কোর্ট দায়ী নয়। আমরা চাকরি দেব, আর চাকরি খাবে ওরা।' এরপরেই চাকরিহারাদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, 'যারা চাকরি খেয়েছে, তাদের উপর ভরসা করবেন না, যারা আগামী দিনে ফিরিয়ে দেবে, তাদের উপর ভরসা করুন। চিন্তা করার কোনও কারণ নেই, আমি তো চাইব না আমার রাজ্যে বেকার বাড়ুক।'

Advertisement

Read more!
Advertisement
Advertisement