Advertisement

রাজ্যে ২৪ ঘণ্টায় COVID আক্রান্ত ৫ হাজারের কাছে, কমল মৃত্যুও

পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যাঅনেকটাই কমল। রাজ্য সরকারের মেডিকেল বুলেটিনের পরিসংখ্যান অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে।

করোনা করোনা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Jun 2021,
  • अपडेटेड 9:26 PM IST
  • পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা অনেকটাই কমল
  • গত ২৪ ,ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫, ২৭৪ জন
  • মৃত্যু হয়েছে ৮৭ জনের

পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা অনেকটাই কমল। রাজ্য সরকারের মেডিকেল বুলেটিনের পরিসংখ্যান অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। গতকালকের থেকেও আজ কমল দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা। 

রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ,ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫, ২৭৪ জন। মৃত্যু হয়েছে ৮৭ জনের। তিনদিন আগে পর্যন্ত মৃতের সংখ্যা ১০০-রও বেশি ছিল। এই নিয়ে রাজ্যে করোনায় মোট সংক্রমিত ১৪,৪২,৮৩০। মৃত  ১৬,৬৪২ জন। 

আরও পড়ুন

রাজ্য সরকারের তথ্য় অনুযায়ী, ডিসচার্জ রেট প্রায় ৯৮ শতাংশ। আজ নতুন করে করোনা হয়েছে ৬৬ হাজারেরও বেশি মানুষের। পজিটিভিটি রেট প্রায় ৮ শতাংশ। এই নিয়ে রাজ্যে মোট করোনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৩১ লাখেরও বেশি মানুষের। 

দৈনিক সংক্রমণের নিরিখে এখনও শীর্ষে উত্তর ২৪ পরগনা। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। এই দুই জেলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত যথাক্রমে ৯৬৬ ও ৪৮৫। দুই জেলাতেই মারা গিয়েছেন ২৪ জন করে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিঙে সবথেকে বেশি আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় সেই সংক্রমিত হয়েছেন ৩২৫ জন। 
 

Read more!
Advertisement
Advertisement