Advertisement

Buddhadeb Bhattacharjee Health: কেমন আছেন বুদ্ধদেব? বিমান বললেন, 'আমার পছন্দ নয় ওই জীবন'

গত পয়লা মার্চ ৮০ বছরে পা দিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেবের সঙ্গে দেখা করতে সেদিন পাম অ্যাভিনিউয়ের বাড়িতে অনেক অনুগামী ভিড় জমালেও, কারও সঙ্গে দেখা করতে পারেননি তিনি।

বিমান বসু ও বুদ্ধদেব ভট্টাচার্য
অরিন্দম গুপ্ত
  • কলকাতা,
  • 13 Jun 2023,
  • अपडेटेड 4:00 PM IST

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গৃহবন্দী জীবন কাটাচ্ছেন। এমনটাই জানালেন রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। bangla.aajtak.in-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাত্‍কারে বিমান জানালেন, বুদ্ধদেব ভট্টাচার্য হাঁটাচলা করতে পারছেন না।

বিমানের কথায়, 'বেশ কিছু দিন যাওয়া হয়নি। টেলিফোনে ওঁর সঙ্গে কথা বলতাম না। আমি বাড়িতেই যেতাম। ও একটা স্যাচুরেট লাইফ কাটাচ্ছে। একেবারে গৃহবন্দি জীবন। সেটা ও বাধ্য হয়েছে। শারীরিক কারণে। আমার পছন্দ নয় ওই জীবন। ও তো বেরতেই পারছে না। সিওপিডি-র জন্য হাঁটাচলা করতে পারছে না তো। শুনেছি হালফিল একটু উন্নত হয়েছে শারীরিক অবস্থা। কিন্তু তাহলেও বাইরে বেরিয়ে অফিসে আসার মতো অবস্থায় নেই।'

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুরও বয়স ৮৪ বছর। বললেন, 'অনেক বছর পেরিয়ে গেল। এখন চুরাশি ছুঁইছুঁই। আর কত দিন!' 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement