Advertisement

West Bengal Weather: মেঘলা আকাশ, কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস 

ঘূর্ণাবর্তের জেরে আকাশ মেঘলা। আজও দিনভর আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন নেই। ঠান্ডা থাকবে জাঁকিয়েই। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি কম। সর্বনিম্ন ১৬.৩ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ ও সর্বনিম্ন ৭১। 

Weather
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Jan 2024,
  • अपडेटेड 7:46 AM IST
  • ঘূর্ণাবর্তের জেরে আকাশ মেঘলা।
  • আজও দিনভর আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন নেই।

ঘূর্ণাবর্তের জেরে আকাশ মেঘলা। আজও দিনভর আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন নেই। ঠান্ডা থাকবে জাঁকিয়েই। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি কম। সর্বনিম্ন ১৬.৩ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ ও সর্বনিম্ন ৭১। 

গত কাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪  ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি কম। গতকাল সকাল সাড়ে ৮টা থেকে থেকে গত কাল সকাল সাড়ে ৮টা পর্যন্ত পর্যন্ত কোনও বৃষ্টি হয়নি কলকাতায়। গত কাল সকাল সাড়ে ৮টা নাগাদ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩  শতাংশ। আপাতত যা পূর্বাভাস, তাতে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার কথা, সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াসে। আকাশ মূলত মেঘাচ্ছন্ন থাকার কথা। কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ  এক-দু পশলা বৃষ্টি হতে পারে।

সাধারণত অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতার আবহাওয়া ভালো থাকে। সকালের দিকে মিঠে রোদ, বেলা পড়লেই শীতের হালকা শিরশিরানি এই সময়ের অন্যতম চেনা ছবি। ঘূর্ণাবর্তের জেরে গত দুদিন ধরে আকাশ মেঘলা দক্ষিণবঙ্গে। বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। সকাল থেকে কুয়াশাচ্ছন্ন রয়েছে একাধিক এলাকা।  

এদিকে হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়ে ইতিমধ্যেই তুষারপাত হয়েছে দার্জিলিং জেলার কিছু অংশে। শীতে কাঁপছে শৈলশহর। ঘন কুয়াশার সতর্কতা রয়েছে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে ঘন কুয়াশার দাপট থাকবে । দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে যাওয়ার আশঙ্কা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বৃষ্টির আশঙ্কা রয়েছে দার্জিলিংয়ে। সিকিমে বৃষ্টি ও তুষারপাত হয়েছে। তার প্রভাব পড়েছে দার্জিলিংয়েও।  বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।  মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement