কয়েকঘণ্টার মধ্যেই ঝড়-বৃষ্টি ধেয়ে আসছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। একটু আগেই আলিপুর আবহাওয়া দফতর সতর্কতা জানিয়েছে। বাঁকুড়া, বীরভূম, মূর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানে ঝড়-জলের পূর্বাভাস দেওয়া হয়েছে। হাওয়ার গতিবেগ থাকবে ৩০-৪০ কিলোমিটার প্রতিঘণ্টা। সেইসঙ্গে বজ্রপাতেরও আশঙ্কার করা হচ্ছে। যেকারণে আবহাওয়া দফতর সবাইকে নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে।
গতকাল সোমবার সন্ধেয় কলকাতা-সহ দক্ষিণের প্রায় সব জেলাতে বৃষ্টি হয়। বৃষ্টির তুলনায় ঝড়ো হাওয়ার দাপট ছিল বেশি। তা সত্ত্বেও আজ, মঙ্গলবার সকাল থেকেই গরমের অস্বস্তি বজায় ছিল। তবে এর মধ্যেই স্বস্তির বার্তা। দক্ষিণবঙ্গে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার থেকে শুরু হয়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে শনিবার পর্যন্ত। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর মধ্যে বৃহস্পতিবার ঝোড়ো হাওয়ার দাপট বাড়তে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। উত্তরবঙ্গেও তিন দিন হতে পারে বৃষ্টি।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বিহার থেকে ছত্তীসগঢ় পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। তার জেরে টানা পাঁচ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। রাজ্যে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প ঢোকায় মঙ্গল থেকে শনিবার পর্যন্ত বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কতা দিয়েছে হাওয়া অফিস।
এদিনও দক্ষিণবঙ্গের ওইসব জেলাগুলিতে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার ফের বাড়তে পারে ঝোড়ো হাওয়ার বেগ। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বাসিন্দাদের সতর্ক করে জারি করা হয়েছে কমলা সতর্কতা। শুক্রবার এবং শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে জোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় গতি থাকতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার।
আরও পড়ুন- তুমুল ঝড়ে তছনছ দক্ষিণবঙ্গের বহু এলাকা, তার ছিঁড়ে-গাছ ভেঙে লণ্ডভণ্ড পরিস্থিতি কলকাতার, দেখুন Photos