মুখ ঢাকা। শুধু দেখা যাচ্ছে দুটি চোখ। অন্যদের সঙ্গে এখন তাঁর ঠিকানা North 24 Parganas র Basirhat র Hakimpur Border র চেকপোস্ট। নিজের দেশ অর্থাৎ Bangladesh এ ফিরে যেতে চান এই মহিলা। কী ভাবে এসেছিলেন? জিজ্ঞাসা করতেই জানালেন, বেশ কয়েকজনের সঙ্গে এই হাকিমপুর সীমান্ত দিয়েই ভারতে অনুপ্রবেশ করেন তিনি। এরপর তাঁর ঠিকানা হয় Kolkata র উপকণ্ঠ Newtown।