অভিষেক ব্যানার্জি নরওয়ে কি যাচ্ছেন? এই প্রশ্ন এখন ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে। কিছুদিন আগেই অপারেশন করে বিদেশ থেকে ফিরেছেন অভিষেক। তারপরেই যখন রাজনৈতিক আঙিনায় তিনি প্রচারে নামবেন নামবেন বলে ভেবেছিলেন তৃণমূল কর্মী সমর্থকরা তখনই তার ফের বিদেশে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। শোনা যায় তিনি নরওয়ে যাবেন। কিন্তু যে খবর এখন সামনে আসছে, হয়তো নরওয়ে যাবেন না অভিষেক ব্যানার্জি। তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল নরওয়ে পার্লামেন্ট থেকে। একটি সামিটে বক্তব্য রাখার কথাও ছিল তার। কিন্তু শোনা যাচ্ছে এবার নরওয়ে যাচ্ছেন না অভিষেক। কিন্তু কেন যাচ্ছেন না তিনি? এটা নিয়েই জল্পনা তৈরি হয়েছে। কেউ বলছেন শারীরিক অসুস্থতার কারণে হয়তো তিনি যাচ্ছেন না।