যে মঞ্চ থেকে Mamata Banerjee কে গালি দাও,সেই মঞ্চে কে বানিয়েছে, তাঁর ধর্ম কি? Hindu না Muslim? জিজ্ঞেসা করো? জনসভায় দাঁড়িয়ে সকলের সামনে BJP নেতাদের ধুয়ে দিলেন অভিষেক ব্যানার্জি। একদিকে যখন PM Narendra Modi বঙ্গ সফরে, অন্যদিকে তখন ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে Beldanga। ঝাড়খণ্ডের পর এবার Bihar জেলার আরও এক পরিযায়ী শ্রমিককে মারধর করার অভিযোগ ঘিরে তুলকালাম কাণ্ড শনিবার সকাল থেকে। শনিবার সকালে প্রথমে বড়ুয়া মোড় অবরোধ করেন কয়েকশো মানুষ। অবরুদ্ধ হয়ে পড়ে 12 নম্বর জাতীয় সড়ক। ফের খবর সংগ্রহে যাওয়া সাংবাদিকদের মারধর করার অভিযোগ ওঠে। একইসঙ্গে হুমায়ুন কবীর বেলডাঙায় প্রবেশ করতে গেলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা।