'বাংলার জন্য সেনা বানাতে পারেন দিদি। বঙ্গীয় সেনা আগামী দিনে বানাতে পারেন। সেনা তুমি তৃণমূল করো। না হলে বাংলা ছাড়ো। এই স্লোগানও দিয়ে বসতে পারেন দিদি'। কটাক্ষ করলেন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী।