গেরুয়া পোশাক পরে রাজনীতি করবেন না। গেরুয়া পেশাক ফুলে রাজনীতি করুন। কারণ গেরুয়া পোশাক পরে রাজনীতি করলে তা গেরুয়া পোশাকের অবমাননা হয়। রাজনীতি করতে হলে সব ছেড়ে রাজনীতি করুন। আপনাদের মতো লোকদের জন্য যে বিষাক্ত বাতাবরণ তৈরি হচ্ছে বাংলায় তার জন্য বাংলা ভুগছে। বেলডাঙার ভারত সেবাশ্রম সংঘের সাধু কার্তিক মহারাজকে এই ভাষাতেই নিশানা করেছেন এক কংগ্রেস নেতা। তাঁর অভিযোগ, সমাজের ১২টা বাজাচ্ছে। সমাজে গেরুয়া পোশাক পড়ে এরা রাজনীতি করছে। গেরুয়া পোশাক খুলে রাজনীতি করুন। গেরুয়া পোশাক পরে রাজনীতি করতে যাবেন না। গেরুয়া পোশাকের অবমাননা করা হয়।