'বিজেপির আক্রমণের একমাত্র লক্ষ্য সনিয়া ও রাহুল গান্ধী। বিজেপির জয়রথকে রুখতে গেলে কংগ্রেসকে খতম করতে হবে। এটা আদর্শের লড়াই। বিজেপি কখনও তৃণমূলকে আক্রমণ করে না। ওদের আক্রমণের লক্ষ্য কংগ্রেস'। সংসদ চত্বরে হট্টগোল নিয়ে একথা বললেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। পাশাপাশি তৃণমূলকেও নিশানা করেন। অধীর বলেন,'বিজেপি যখন সর্বশক্তি দিয়ে কংগ্রেসকে আক্রমণ করছে, তখন তৃণমূলের নেতানেত্রীরা ইন্ডিয়া জোটকে দুর্বল করার চেষ্টা করছে। মোদানিকে পরোক্ষে সমর্থন দিচ্ছেন বাংলার দিদানি'।