নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মুষলধারে বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে বেশ কয়েকটি জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। এমনটাই পূর্বাভাস দিয়েছে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপকূল এলাকায় রয়েছে। এর প্রভাবে মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে। মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা ও মেদিনীপুরে। ভারী বৃষ্টিপাত হবে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও কলকাতাতে।