"তৃণমূল থেকে সুযোগ সন্ধানী নেতাদের নিয়ে আমরা মাতামাতি করেছি, ভুল ছিল আমাদের।" বিস্ফোরক বিজেপির কেন্দ্রীয় কমিটির নেতা অনুপম হাজরা। বিধানসভা নির্বাচনে দলের ভুল ছিল, এখন নিজেদের ভুল ত্রুটির বিবেচনা করার সময় এসেছে বলে এদিন মন্তব্য করেন অনুপম হাজরা৷ তিনি আরও বলেন, "পুরনো নেতা কর্মীদের গুরুত্ব না দিয়ে যারা সদ্য তৃণমূল থেকে বিজেপিতে এসেছিল আমরা তাদের নিয়ে বেশি মাতামাতি করেছি। এটাই ভুল ছিল৷ এখন ভোট হয়ে গিয়েছে, নিজেদের ভুল ত্রুটিগুলো নিয়ে আলোচনা করার সময় এসেছে৷”