আসামে মা কালী মন্দির ভেঙে দিল। আজ যদি এখানে হতো তাহলে আপনারা কি করতেন? Dance Bangla Dance করতেন? আগে বলতেন মমতাজী দূর্গা পুজো করতে দেন না সরস্বতা পুজো করতে দেন না। আর ইলেকশনের সময় মা কালী দুর্গার কথা মনে পড়ল? মা দুর্গা তো জাতীয় সম্পদ। যেমন জগন্নাথ ধাম করেছি তেমনি দূর্গাঙ্গন করে দেব। যাতে সারা বছর মানুষ পূজো করতে পারে। 21 শের মঞ্চ থেকে বড় ঘোষনা Mamata Banerjee র।