বাংলায় বর্ষা এন্ট্রি নিয়ে নিয়েছে। তারপরই একের পর এক দুর্যোগ। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরী হয়েছে নিম্নচাপ। তার জেরেই বর্ষা আরও জোরাল হয়ে উঠেছে। সেই সঙ্গে রাজ্যের বেশ কিছু জেলায় Red Alert জারি করা হয়েছে। 23 তারিখ পর্যন্ত West Bengal র প্রায় সব জেলায় বৃষ্টিপাত হবে। এমনই বলছে হাওয়া অফিস। North Bengal র ক্ষেত্রেও সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। 19 জুন দক্ষিণবঙ্গের পুরুলিয়া, দক্ষিণ 24 পরগণায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর Birbhum, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।