রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বাংলায় ‘হাতেখড়ি’ নেওয়াকে তীব্র কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের। এদিন তিনি বলেন, 'রাজ্যপাল অন্যের বুদ্ধিতে পরিচালিত হচ্ছেন। এই ধরনের ড্রামা রাজ্যপালের শোভা পায় না। রাজ্যপালের পদ খুব গরিমাময় পদ, সাংবিধানিক পদ, এসব ছোট খাটোর ভেতরে ওঁর না যাওয়া উচিত। আমাদের দেশে বহু লোক বহু ভাষা জানেন, ভাষা শেখাটা আমাদের সিস্টেমের মধ্যেই আছে। সবার শেখা উচিত, তাতে সংহতি বাড়ে। রাজ্যপালের পদের গরিমা যেন বজায় থাকে। আমরা আশা করব আগামী দিনে সেরকমই ব্যবহার হবে, যাতে কেউ প্রশ্ন করতে না পারে।'