ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। যারা উৎসবে বাধা দেবে তাদের উল্টো করে টাঙানো ও প্রকাশ্যে জুতো মারার নিদান বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির। এদিন উত্তরপাড়ায় বসন্ত উৎসবের অনুষ্ঠানে যোগ দিতে এসে শান্তিনিকেতন এবং সোনাঝুরিতে দোল খেলা প্রসঙ্গে তিনি বলেন, “আমি জানিনা কার মাথায় এটা এসেছে, এই কথা বলার স্পর্ধা কে করতে পেরেছে। আমাদের উৎসবে দূষণ হয়, বাকি দুনিয়াতে আর কোথাও কিছু হয় না। গোটা বীরভূমটা লুট হয়ে গেল, বালি-পাথর-কয়লা। সেখানে পরিবেশ নষ্ট হয় না। হোলি খেললে পরিবেশ নষ্ট হয়, দূষণ হয় প্রথমবার শুনলাম। যে এটা বলেছে তাকে তো উল্টো করে টাঙানো উচিত। আমি গিয়ে টাঙাবো। যারা আমাদের উৎসবে বাধা দেয়। এই ধরনের দুর্যোধনরা কলিযুগে আমাদের সংস্কৃতিকে অপবিত্র করছে। তাদের প্রকাশ্যে জুতো মারা উচিত।”