বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের একটি সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেন্দু অধিকারী ও মুকুল রায়কে 'বেইমান' বলে আক্রমণ করেন। এবার তারই প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী। পাল্টা প্রতিক্রিয়ায় শুভেন্দু অধিকারী বলেন, “একটা লোক হসপিটালে শুয়ে আছে, এতটুকু মনুষ্যত্ব ওর মধ্যে নেই। আর উনি আমাকে চিহ্নিত করেননি, উনি আমাকে টার্গেট করেছেন। উনি এখানে ব্যবসা করতে এসেছেন, তিন হাজার কোটির মালিক হয়েছেন। উনি আমাকে টার্গেট করেছেন এটা বুঝেই আমি উনার পারিবারিক পার্টি থেকে বিদায় নিয়েছি।” পাশাপাশি তিনি আরও বলেন, 'মাননীয় ভাইপোবাবু আপনি এসেছেন ২০১১-এর পরে সাজানো বাগানে ফুলটা তুলতে। আপনার সঙ্গে দেড় হাজার পুলিশ থাকে। আপনি আকাশে থাকেন, চাটার ফ্লাইটে। আপনার পরিণতি কী হবে আপনি নিজে দেখতে পাবেন।'