BJP MLA র গলায় রাসায়নিক তরল ঢালার নিদান থেকে ভোলবদল। এবার কি তবে একের পর এক বিতর্কিত মন্তব্য করার পর শীর্ষ নেতৃত্বের চাপে পড়ে মুখে লাগাম টানবেন জেলা তৃণমূল সভাপতি Abdur Rahim Boxi? বিতর্কিত মন্তব্য প্রত্যাহার করছেন নিজেই। যে ঘটনা নিয়ে কটাক্ষ করে শুভ বুদ্ধির উদয় বলে দাবি BJP র। শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর। Malda জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বক্সি। সাম্প্রতিক কালে বঙ্গ রাজনীতিতে বিতর্কিত মন্তব্যের জন্য যার জুড়ি মেলা ভার। কখনও তিনি কদর্য ভাষায় দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করেন। কখনও তিনি বিরোধীদের বেঁধে রাখার, মেরে দেওয়ার,জানে শেষ করার নিদান দেন। বিভিন্ন দলীয় কর্মসূচির সভা থেকে এই ভাবেই বেলাগাম মন্তব্য করে শিরোনামে থাকেন বক্সি। কিছু দিন আগে তাঁর বিধানসভা এলাকাতে একটি সভা থেকে Siliguri র বিজেপি বিধায়ক Shankar Ghosh র গলায় রাসায়নিক তরল ঢেলে তাঁর কণ্ঠরোধ করার হুঁশিয়ারি দিয়েছিলেন।