মা BLO অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ছেলে বিএলও- মায়ের সই নকল করে SIR Form সই করে ফর্ম জমা নেওয়ার কাজ করছে। ঘটনায় Jalpaiguri সদর ব্লকের গড়ালবাড়ি খান সাহেব পাড়া ১৮০ নম্বর বুথ এলাকায় হৈ চৈ পড়ে গিয়েছে। SIR-এর কাজে বিএলওদের লালা গাফিলতির অভিযোগ উঠেছে। কিন্তু এভাবে বিএলওর সই জাল করে ফর্ম দেওয়ার বিষয়টি নজিরবিহীন। এটাকে রীতিমতো জালিয়াতি বলেই মানছেন স্থানীয় ভোটাররা।