ওয়াকফ আইন বিরোধী হিংসায় মৃতদের পরিবারগুলিকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ও বাড়ি ভেঙে গিয়েছে যাঁদের, তাঁদের জন্য বাংলার আবাস প্রকল্পে বাড়ি করে দেওয়া হবে। নেতাজি ইন্ডোরে ইমাম-মোয়াজ্জেমদের সঙ্গে বৈঠকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বললেন, 'আমি কোনও সম্প্রদায় হিসাবে দেখি না, মানুষ হিসেবে দেখি। যারা মারা গিয়েছে তাঁদের প্রত্যেকের পরিবারকে আমাদের সরকার ১০ লক্ষ টাকা করে দিয়ে সাহায্য করবে। যাঁদের বাড়ি ভেঙেছে তাঁদের সবাইকে বাংলার বাড়ি করে দেওয়া হবে। যাঁদের দোকান নষ্ট হয়েছে তার হিসাব-নিকেশ করে মুখ্যসচিব দায়িত্ব নিয়ে কাজটা করবেন। আপনারা শান্তির বার্তা দিন। শান্তি না থাকলে আপনার পায়ে কুড়ুল মেরে বিজেপি-কে সুবিধা দেবে। ভাঙড়ে যেটা করেছে সেটা ঠিক করেনি। সরকারি সম্পত্তি নষ্ট করে দিয়েছে। ৪০ লাখ টাকা লাগে একটা গাড়ি কিনতে। যাঁরা অশান্তিতে মারা গিয়েছেন তাঁদের ১০ লাখ টাকা দেওয়া হবে৷'