'আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে। পরে দেখলেন তো, সবটাই ভাঁওতা,' সন্দেশখালির মঞ্চ থেকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় এক বছর পর সন্দেশখালিতে মুখ্যমন্ত্রী। এদিন তাঁর বক্তব্যের বেশিরভাগটা জুড়েই ছিল সরকারের বিভিন্ন পরিষেবা প্রকল্পের কথা। তবে তারই মাঝে 'দুষ্টু লোকে'র বিষয়ে সন্দেশখালির মহিলাদের সতর্ক করে দেন। তিনি প্রথমে বলেন,'পিঠে-পালা হচ্ছে তো মা বোনেরা?' এরপরই মুখ্যমন্ত্রী বলেন, 'কেউ দুষ্টু লোকের পাল্লায় পড়বেন না। আর মনে রাখবেন, কোনও মেয়েরা, কেউ ডাকল আর চলে গেল, সেটাও যাবেন না। আপনাদের নিজস্ব অধিকার, সরকারি প্রকল্পের জন্য চেষ্টা করবেন, সরকার দুয়ারে সরকার করবে, আপনার দরজায় আসবে। আপনি তাকে বলবেন, সে আপনার কাজটা দেখবে।'