একদিকে জ্বলছে বাংলাদেশ। আর বাংলাদেশের এই কঠিন পরিস্থিতির মধ্যে সীমান্ত এলাকায় নিরাপত্তা আটোঁ সাটোঁ করা হয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতে জোরদার করা হয়েছে নজরদারি। কিন্তু তার মধ্যেই হঠাৎ করে সৃষ্টি হল আতঙ্কের পরিবেশ। হঠাৎ আকাশে অদ্ভুত আলো। আর তা দেখে অবাক ও আতঙ্কিত নদিয়ার কৃষ্ণগঞ্জে ভারত-বাংলাদশ সীমান্ত এলাকার মানুষজন। সামনেই ১৫ই আগস্ট। 200 মিটার পরেই বাংলাদেশ আর সেখান থেকেই ছুটে এসেছে আগুনের গোলা বলে ভয় গ্রাস করল গ্রামবাসীদের। হঠাৎই অজানা জিনিস গৃহস্হ বাড়িতে পড়েছে আর তাতেই আতঙ্কের সৃষ্টি হয়েছে নদিয়ার সীমান্তবর্তী এলাকায়। মধ্যরাতে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই ছড়ায় আতঙ্ক। যদিও পরিস্থিতি মোকাবিলায় সীমান্তরকি বাহিনী বিএসএফ আসে ঘটনাস্থলে।